নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্ত্রী। পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আজ বুধবার এই মামলা করা হয়।
ওই পুলিশ সদস্যের নাম সঞ্জয় চৌধুরী ওরফে তন্ময় ওরফে আবির চৌধুরীর (২৬)। স্ত্রীর নাম ইমা বসু (২৪)।
চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। ইমা বসুর করা মামলাটি আদালত আমলে নিয়ে সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মধুসুধন দাশ আজকের পত্রিকাকে বলেন, ইমা বসু তাঁর স্বামীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার আরজি থেকে প্রাপ্ত তথ্যমতে, পুলিশ সদস্য সঞ্জয় চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে। সঞ্জয় কনস্টেবল হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কক্সবাজারে কর্মরত রয়েছেন। মামলার বাদী ইমা বসু নগরীর কোতোয়ালি থানার রুমঘাটা এলাকার বাসিন্দা চিরঞ্জীব বসুর একমাত্র মেয়ে।
আরজিতে আরও বলা হয়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমা বসুর সঙ্গে সঞ্জয় চৌধুরীর পরিচয় হয়। এরপর প্রেম এবং বিয়ে। ২০১৯ সালে ৩০ জুন উভয়ের মধ্যে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিবাদী সঞ্জয় তাঁর স্ত্রীর কাছ থেকে নানা অজুহাতে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। সঞ্জয় অন্য নারীতে আসক্ত এবং নানা সময় তিনি মোবাইল ফোনে একাধিক নারীর সঙ্গে কথা বলতেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
২০২১ সালে ১৪ জানুয়ারি তাঁদের সংসারে যমজ ছেলে জন্ম লাভ করে। এরই মধ্যে পারিবারিক অশান্তির কারণে ভুক্তভোগী ইমা বসু কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্ত্রী। পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আজ বুধবার এই মামলা করা হয়।
ওই পুলিশ সদস্যের নাম সঞ্জয় চৌধুরী ওরফে তন্ময় ওরফে আবির চৌধুরীর (২৬)। স্ত্রীর নাম ইমা বসু (২৪)।
চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। ইমা বসুর করা মামলাটি আদালত আমলে নিয়ে সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মধুসুধন দাশ আজকের পত্রিকাকে বলেন, ইমা বসু তাঁর স্বামীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার আরজি থেকে প্রাপ্ত তথ্যমতে, পুলিশ সদস্য সঞ্জয় চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে। সঞ্জয় কনস্টেবল হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কক্সবাজারে কর্মরত রয়েছেন। মামলার বাদী ইমা বসু নগরীর কোতোয়ালি থানার রুমঘাটা এলাকার বাসিন্দা চিরঞ্জীব বসুর একমাত্র মেয়ে।
আরজিতে আরও বলা হয়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমা বসুর সঙ্গে সঞ্জয় চৌধুরীর পরিচয় হয়। এরপর প্রেম এবং বিয়ে। ২০১৯ সালে ৩০ জুন উভয়ের মধ্যে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিবাদী সঞ্জয় তাঁর স্ত্রীর কাছ থেকে নানা অজুহাতে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। সঞ্জয় অন্য নারীতে আসক্ত এবং নানা সময় তিনি মোবাইল ফোনে একাধিক নারীর সঙ্গে কথা বলতেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
২০২১ সালে ১৪ জানুয়ারি তাঁদের সংসারে যমজ ছেলে জন্ম লাভ করে। এরই মধ্যে পারিবারিক অশান্তির কারণে ভুক্তভোগী ইমা বসু কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন বলে জানা গেছে।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
২০ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৪৪ মিনিট আগে