অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা পরিচালনার অভিযোগে লাখ টাকা জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার চরপাথরঘাটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী এ অভিযান চালান। এর আগে গত বছরের অক্টোবর মাসে একই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘গত আগস্ট মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে পরিবেশের ছাড়পত্রের। সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি হচ্ছে হাঁস, মুরগি ও মাছের খাদ্য। অনুমোদনহীন এ কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ আর চারদিকে ঘুরছে ইঁদুর ও তেলাপোকা। এসব খাদ্য মাছ ও মুরগিকে খাওয়ানো হলে তা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।’ যদি আবারও কারখানায় এসব আইন না মানে পরবর্তীতে বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।

অভিযান সূত্র জানায়, গত কয়েক বছর ধরে প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগি–মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করে আসছিল প্রতিষ্ঠানটি। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি করা এসব খাদ্য মাছ ও প্রাণীকে খাওয়ানো হলে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনাও আছে। শুধু তাই নয়, লোকালয়ে এভাবে খাদ্য উৎপাদনে আশপাশে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ হওয়ায় আজ সোমবার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত