কক্সবাজার উপকূলে নিখোঁজ দুই জেলে উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৪৮
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৫৮

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনায় নিখোঁজ দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ও গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধার করা হয়। তবে আরও দুজন জেলে নিখোঁজ রয়েছেন। 

গত শুক্রবার বঙ্গোপসাগরের কক্সবাজারের ১৪ ভিউ এলাকায় এফবি হাসানসহ চারটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এতে বাধা দিলে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল এলাকার বাসিন্দা মো. জকরিয়ার মালিকাধীন এফবি হাসানের ১৯ জেলের মধ্যে চারজনকে সাগরের পানিতে ফেলে দেয় জলদস্যুরা।

উদ্ধার করা জেলেরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল এলাকার দেলোয়ার হোসেন ও ঈদগাঁও উপজেলা সদরের মোহাম্মদ জিয়া। নিখোঁজ রয়েছেন নোয়াখালীর অলী আহমদ ও কক্সবাজারের খুরুশকূল এলাকার মো. আনিস।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ জেলেদের মধ্যে রোববার মধ্যরাতে একজন এবং আজ সকালে আরেকজনকে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা উদ্ধার করেছে।’

দেলোয়ার হোসেন আরও বলেন, ‘ঘটনার পর থেকে নিখোঁজ অপর দুই জেলের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত