Ajker Patrika

রামুতে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১২: ২২
রামুতে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুতে হাবিব উল্লাহ (২৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের কাঁনা রাজার গুহার সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানিয়েছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নির্মমভাবে কুপিয়ে এই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক আজকের পত্রিকাকে জানান, হাবিব রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আজ সকাল ৭টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের কানা রাজার গুহার সামনে তাঁর ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ছয়টি চিহ্ন দেখা গেছে। 

বাবা নুরুল ইসলাম ও বড় ভাই মো. আবদুল্লাহ জানিয়েছেন, ‘হাবিব উল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন তাঁরা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাবিব উল্লাহ একটি হত্যা মামলার আসামি ছিলেন। ওই মামলায় দুই মাস কারাগারে থেকে শেষে গত ২৩ ফেব্রুয়ারি জামিনে ছাড়া পান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত