Ajker Patrika

চমেকে ইন্টার্ন চিকিৎসকের হামলার প্রতিবাদে কর্মবিরতিতে নার্সরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ জুন ২০২২, ২১: ৫২
চমেকে ইন্টার্ন চিকিৎসকের হামলার প্রতিবাদে কর্মবিরতিতে নার্সরা

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এক শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক হাসপাতালে কর্মরত এক নার্সের ওপর হামলা করেছেন। এর জেরে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে হাসপাতালটির নার্সরা কর্মবিরতিতে গেছেন।

চমেক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে রোগী ভর্তি করাতে আসেন ওই শিক্ষানবিশ চিকিৎসক। এ সময় এক নারীর সঙ্গে এক নার্সের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নার্সকে মারধর করেন ওই শিক্ষানবিশ চিকিৎসক। সেখানেই ঘটনা শেষ হয়নি। এর কিছুক্ষণ পর ৫০ জনের মতো একটি দল এসে ওই ওয়ার্ডে পুনরায় হামলা চালায়। এর প্রতিবাদে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন চমেক হাসপাতালের নার্সরা।

মঙ্গলবার সন্ধ্যা থেকে চমেকের সামনে অবস্থান নিয়ে এই হামলার বিচার চান নার্সরা। এতে নার্সিং কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। বিক্ষোভরত নার্সরা জানান, ডিউটিরত অবস্থায় একজন নার্সের পেটে শিক্ষানবিশ চিকিৎসক লাথি মেরেছিলেন। কেন লাথি মেরেছিলেন, তার জবাব চান তাঁরা। একই সঙ্গে এর সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নার্স-স্টাফদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত