নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা-হাতাহাতির পর আজ রোববার পৃথক কর্মসূচি পালন করেছে তারা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে কেন্দ্রীয় সহসমন্বয়ক তালাত মাহমুদ রাফির অনুসারীরা সংবাদ সম্মেলন করেন। এরপর বিকেলে একই জায়গায় অপর সমন্বয়ক রাসেল আহমেদ অনুসারীরা মানববন্ধন করেন। এ সময় একে-অপরকে দোষারোপ করে বক্তব্য দেন উভয় পক্ষের নেতারা।
সংবাদ সম্মেলনে নারী সমন্বয়ক ফাতেমা খানম লিজা অভিযোগ করে বলেন, ‘গতকাল ওয়াসায় আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুউদ উপস্থিতিতে একটি অভ্যন্তরীণ ঘটনা ঘটে। ওখান থেকে যখন ফিরে আসছিলাম তখন দেখি—তানভীর শরীফ, ওমর ফারুক, আরিফ মহিউদ্দিন, রাসেল, শরীফ, নিজাম সিদ্দিকীসহ কয়েকজনের নেতৃত্বে কিছু টোকাই শ্রেণির লোকজন হাতে লাঠিসোঁটা, কিরিচ নিয়ে দাঁড়িয়ে ছিল।
‘ওরা আমাদের দিকে দৌড়ে আসে। তখন আমার সঙ্গে যারা ছিলেন তারা সরে যায়। আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
‘এরপর আমাকে ছাত্রলীগ, ডট গ্যাং নারী সদস্য বলে ট্যাগ দিয়ে স্লোগান দেয়। তারপর আমাকে সোশ্যাল মিডিয়াতেও হেনস্তা করে। ইনবক্সে আমাকে বাজে বাজে ম্যাসেজ দেওয়া হয়।’
তিনি বলেন, ‘এই হামলায় যারাই জড়িত থাকবে—সেটা সমন্বয়ক কিংবা ছাত্রদল যারাই হোক, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি।’
বিকেলে মুখ্য সংগঠক হান্নান মাসউদ ও নির্বাহী সদস্য রাসেল আহমেদকে জিম্মি করে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ করে অপর পক্ষ। এতে বক্তব্য দেন চট্টগ্রামের সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সাইফুর রুদ্র, সিয়াম ইলাহী, মিনহাজ রহমান, নিলা আফরোজ প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের প্রশ্রয়ে ‘ডট গ্যাং’ গতকাল এমন হামলা চালিয়েছে। তাঁরা ডট গ্যাংকে ছাত্রলীগের কিশোর গ্রুপ দাবি করে গ্রেপ্তারের দাবি জানান।
ডট গ্যাংয়ের সাদিক আরমানকে ব্যবহার করে রাফি এবং রিজাউর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে অভিযোগ করে তাঁদের এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান বক্তারা।
এ ছাড়া নারী সমন্বয়কের অভিযোগ করে বলেন, ডট গ্যাং দিয়ে নারীদের সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া নারীদের নানাভাবে হয়রানি করছে গ্রুপটি। আর এর জন্য রাফি ও রিজাউরকে অভিযুক্ত করেন তাঁরা।
এর আগে গতকাল শনিবার নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। পরে ওয়াসা মোড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে সমন্বয়কেরা আলোচনায় বসলে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনার জেরে রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। তিনি হামলার জন্য সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের অনুসারীদের দায়ী করেন।
সংবাদ সম্মেলন চলাকালে লোকজন নিয়ে উপস্থিত হন তালাত মাহমুদ রাফির অনুসারীরা। পরে রাফি বক্তব্য দিতে চাইলে রাসেলের অনুসারীরা তাঁকে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর চট্টগ্রামে সমন্বয়কদের দুপক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ প্রকাশ্যে আসে।
চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা-হাতাহাতির পর আজ রোববার পৃথক কর্মসূচি পালন করেছে তারা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে কেন্দ্রীয় সহসমন্বয়ক তালাত মাহমুদ রাফির অনুসারীরা সংবাদ সম্মেলন করেন। এরপর বিকেলে একই জায়গায় অপর সমন্বয়ক রাসেল আহমেদ অনুসারীরা মানববন্ধন করেন। এ সময় একে-অপরকে দোষারোপ করে বক্তব্য দেন উভয় পক্ষের নেতারা।
সংবাদ সম্মেলনে নারী সমন্বয়ক ফাতেমা খানম লিজা অভিযোগ করে বলেন, ‘গতকাল ওয়াসায় আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুউদ উপস্থিতিতে একটি অভ্যন্তরীণ ঘটনা ঘটে। ওখান থেকে যখন ফিরে আসছিলাম তখন দেখি—তানভীর শরীফ, ওমর ফারুক, আরিফ মহিউদ্দিন, রাসেল, শরীফ, নিজাম সিদ্দিকীসহ কয়েকজনের নেতৃত্বে কিছু টোকাই শ্রেণির লোকজন হাতে লাঠিসোঁটা, কিরিচ নিয়ে দাঁড়িয়ে ছিল।
‘ওরা আমাদের দিকে দৌড়ে আসে। তখন আমার সঙ্গে যারা ছিলেন তারা সরে যায়। আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
‘এরপর আমাকে ছাত্রলীগ, ডট গ্যাং নারী সদস্য বলে ট্যাগ দিয়ে স্লোগান দেয়। তারপর আমাকে সোশ্যাল মিডিয়াতেও হেনস্তা করে। ইনবক্সে আমাকে বাজে বাজে ম্যাসেজ দেওয়া হয়।’
তিনি বলেন, ‘এই হামলায় যারাই জড়িত থাকবে—সেটা সমন্বয়ক কিংবা ছাত্রদল যারাই হোক, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি।’
বিকেলে মুখ্য সংগঠক হান্নান মাসউদ ও নির্বাহী সদস্য রাসেল আহমেদকে জিম্মি করে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ করে অপর পক্ষ। এতে বক্তব্য দেন চট্টগ্রামের সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সাইফুর রুদ্র, সিয়াম ইলাহী, মিনহাজ রহমান, নিলা আফরোজ প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের প্রশ্রয়ে ‘ডট গ্যাং’ গতকাল এমন হামলা চালিয়েছে। তাঁরা ডট গ্যাংকে ছাত্রলীগের কিশোর গ্রুপ দাবি করে গ্রেপ্তারের দাবি জানান।
ডট গ্যাংয়ের সাদিক আরমানকে ব্যবহার করে রাফি এবং রিজাউর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে অভিযোগ করে তাঁদের এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান বক্তারা।
এ ছাড়া নারী সমন্বয়কের অভিযোগ করে বলেন, ডট গ্যাং দিয়ে নারীদের সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া নারীদের নানাভাবে হয়রানি করছে গ্রুপটি। আর এর জন্য রাফি ও রিজাউরকে অভিযুক্ত করেন তাঁরা।
এর আগে গতকাল শনিবার নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। পরে ওয়াসা মোড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে সমন্বয়কেরা আলোচনায় বসলে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনার জেরে রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। তিনি হামলার জন্য সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের অনুসারীদের দায়ী করেন।
সংবাদ সম্মেলন চলাকালে লোকজন নিয়ে উপস্থিত হন তালাত মাহমুদ রাফির অনুসারীরা। পরে রাফি বক্তব্য দিতে চাইলে রাসেলের অনুসারীরা তাঁকে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর চট্টগ্রামে সমন্বয়কদের দুপক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ প্রকাশ্যে আসে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের পাঁচতলা ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি। দেড় বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও চার বছরের দ্বারপ্রান্তে এসেও তা শেষ হয়নি। অথচ বিলের সিংহভাগ টাকাই তুলে নিয়েছেন ঠিকাদার। এই অনিয়মের ঘটনা ঘটেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের
২ ঘণ্টা আগেক্যানসার চিকিৎসায় সরকারি পর্যায়ে দেশের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) ছয়টি রেডিওথেরাপি যন্ত্রই নষ্ট। ফলে তিন সপ্তাহ ধরে এই প্রতিষ্ঠানে রেডিওথেরাপি সেবা বন্ধ রয়েছে। এতে প্রতিদিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুই শতাধিক রোগী।
২ ঘণ্টা আগেপ্রায় ১০ একর জায়গাজুড়ে একের পর এক টিলা নিয়ে চট্টগ্রামের নাগিন পাহাড়। বছরের পর বছর এই পাহাড়ের ওপর এক্সকাভেটর ও কোদালের কোপ পড়ার পর এখন নিশ্চিহ্নপ্রায়। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের সময়ই ঐতিহ্যবাহী এ পাহাড় কেটে প্রায় নিশ্চিহ্ন করেছেন দলটির নেতা-কর্মীরা। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকাসহ বিভিন্ন
২ ঘণ্টা আগেরাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার নেপথ্যে ঢাকার দুই শীর্ষ সন্ত্রাসীর দ্বন্দ্ব। মার্কেট দখলকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ইমন ও ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অনুসারীরা এই দ্বন্দ্বে জড়িয়েছেন।
৩ ঘণ্টা আগে