চট্টগ্রাম বিমানবন্দরে দেড় কোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫৯
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৫৫

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত থেকে  আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৬২০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা। আজ বুধবার বিমানবন্দরে যাত্রী চেকিংয়ের সময় এই সোনা জব্দ করা হয়। 

এই ঘটনায় জাহাঙ্গীর আলম নামে সংযুক্ত আরব আমিরাতফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। 

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার আলিফ রহমান নির্ভুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীর ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে করে সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম বিমানবন্দর অবতরণ করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি করে তাঁর সঙ্গে থাকা একটি টস লাইটের ভেতর থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তা আলিফ রহমান বলেন, ‘এসব সোনা বিশেষভাবে লুকিয়ে ব্যাটারির পরিবর্তে আনা হয়েছিল। জব্দকৃত সোনা বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা দেওয়া হবে।’ আটক ব্যক্তির বিরুদ্ধে শুল্ক আইনে বিভাগীয় মামলা করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত