নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চকবাজারে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে আয়োজিত পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি চলাকালে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন মহসিন কলেজের সামনে ঘটনাটি ঘটে।
চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সিআরবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আজ একটি অনুষ্ঠান ছিল। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানিয়ে সেখানে ফিলিস্তিনি পতাকা উত্তোলন ও সমাবেশ হওয়ার কথা। ওই অনুষ্ঠানে যোগ দিতে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছিল। পরে গাড়ি ভাড়া করাকে কেন্দ্র করে তাঁরা কলেজের বাইরে থাকা আরেকটি পক্ষের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। বাইরে যাঁরা ছিলেন তাঁরাও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। একটি পর্যায়ে গাড়ি ভাড়া ও গাড়িতে ওঠা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে এসে দুই পক্ষকে নিবারণ করি। মহসিন কলেজের শিক্ষার্থীদের তাঁদের ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
মো. সরোয়ার বলেন, হতাহতের কোনো ঘটনা নেই। যেহেতু হাতাহাতি হয়েছে সেখানে কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন।
তবে মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মহসিন কলেজ ছাত্রলীগ ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা শেষে কলেজের সামনে সমাবেশ কর্মসূচি পালন করি। আমাদের পদযাত্রা কলেজ থেকে শুরু করে চকবাজার হয়ে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় গণি বেকারি এলাকা থেকে কিছু বহিরাগত আমাদের ওপর লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের ৮-৯ জন শিক্ষার্থী আহত হন। তাঁদের চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
মায়মুন উদ্দিন বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত বহিরাগতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এ সময় ধাওয়া খেয়ে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়ে। যারা ধাওয়া খেয়েছিল তাঁদের হাতেও লাঠিসোঁটা ছিল। ঘটনার পর তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, চকবাজার থানা ছাত্রলীগ ও মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
চট্টগ্রামের চকবাজারে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে আয়োজিত পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি চলাকালে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন মহসিন কলেজের সামনে ঘটনাটি ঘটে।
চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সিআরবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আজ একটি অনুষ্ঠান ছিল। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানিয়ে সেখানে ফিলিস্তিনি পতাকা উত্তোলন ও সমাবেশ হওয়ার কথা। ওই অনুষ্ঠানে যোগ দিতে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছিল। পরে গাড়ি ভাড়া করাকে কেন্দ্র করে তাঁরা কলেজের বাইরে থাকা আরেকটি পক্ষের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। বাইরে যাঁরা ছিলেন তাঁরাও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। একটি পর্যায়ে গাড়ি ভাড়া ও গাড়িতে ওঠা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে এসে দুই পক্ষকে নিবারণ করি। মহসিন কলেজের শিক্ষার্থীদের তাঁদের ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
মো. সরোয়ার বলেন, হতাহতের কোনো ঘটনা নেই। যেহেতু হাতাহাতি হয়েছে সেখানে কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন।
তবে মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মহসিন কলেজ ছাত্রলীগ ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা শেষে কলেজের সামনে সমাবেশ কর্মসূচি পালন করি। আমাদের পদযাত্রা কলেজ থেকে শুরু করে চকবাজার হয়ে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় গণি বেকারি এলাকা থেকে কিছু বহিরাগত আমাদের ওপর লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের ৮-৯ জন শিক্ষার্থী আহত হন। তাঁদের চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
মায়মুন উদ্দিন বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত বহিরাগতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এ সময় ধাওয়া খেয়ে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়ে। যারা ধাওয়া খেয়েছিল তাঁদের হাতেও লাঠিসোঁটা ছিল। ঘটনার পর তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, চকবাজার থানা ছাত্রলীগ ও মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে