বিএনপির মিছিলে হামলা: চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী–অর্থ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৮: ১৩

চার বছর আগে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ–অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার তৌহিদ মিয়া (৩৪) নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় শ জনকে আসামি করা হয়েছে। 

চট্টগ্রামের (আনোয়ারা–বাঁশখালী) রেঞ্জের সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

বাদী ২০২০ সালের ২০ অক্টোবর উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার ঘটনায় এ মামলাটি দায়ের করেন তিনি। হামলায় সেই দিন তিনি আহত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ করেন। 

মামলার আসামিরা হলেন–সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ১১২ জন নেতা কর্মীদের নাম রয়েছে। 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ / ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি।’ 

এর আগে গত শুক্রবার সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি অপহরণ মামলা করেন বারশত ইউনিয়নের বোয়ালিয়া দুধকুমড়া ৫ নম্বর ওয়ার্ডের এরশাদ নাবিল খান মোহাম্মদ এরশাদ (৩৯) নামে এক ব্যক্তি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত