Ajker Patrika

পয়লা বৈশাখ উদ্‌যাপনে ইলিশ না রাখার সিদ্ধান্ত মতলব উত্তর উপজেলা প্রশাসনের

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ২০: ০৩
পয়লা বৈশাখ উদ্‌যাপনে ইলিশ না রাখার সিদ্ধান্ত মতলব উত্তর উপজেলা প্রশাসনের

ইলিশ ছাড়াই এবার বৈশাখী উৎসব উদ্‌যাপন করবে মতলব উত্তর উপজেলা প্রশাসন। জাটকা ও মা ইলিশ রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আগামীকাল রোববার সকালে বৈশাখকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা বের করা হবে। 

স্থানীয় শিল্পকলা একাডেমি ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। 

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল এমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘এখন জাটকা ও মা ইলিশ ধরা পড়ছে। তাই ইলিশ রক্ষার স্বার্থে উপজেলা প্রশাসনের আয়োজনে এবার ইলিশের কোনো আইটেম রাখা হবে না। তবে অন্যান্য সব আয়োজন থাকবে।’ 

ইউএনও জানান, সম্প্রতি পয়লা বৈশাখকে কেন্দ্র করে জাটকা নিধন করা হচ্ছে। নিষিদ্ধ জেনেও বেশি দামে বিক্রির জন্য এ অপরাধ করে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তাঁরা এ সময় ইলিশের দামও মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যে কারণে চীনের সঙ্গে পেরে উঠছে না ভারত

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: এনসিপি নেতা-কর্মীদের গলা ধাক্কা

সারা জীবন ‘একজনের কাছে কৃতজ্ঞ’ থাকবেন তামিম, কে তিনি

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার: রয়টার্স

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত