সীতাকুণ্ডে হাসপাতাল ছাড়া অক্সিজেন সরবরাহ বন্ধ ঘোষণা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৪: ৩৬
Thumbnail image

সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে এবং কোমরে রশি বেঁধে আদালতে তোলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সীতাকুণ্ডের শিল্পকারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। আজ শুক্রবার সকাল থেকে অক্সিজেন কারখানা ও সরবরাহ বন্ধের এই কর্মসূচি পালন শুরু হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বিএসবিআরএর সভাপতি আবু তাহের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অক্সিজেন কারখানা বন্ধ ও নানা ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পপতি পারভেজ উদ্দিন সান্টুর নিঃশর্ত মুক্তির পাশাপাশি মানহানিকর ঘটনায় জড়িত শিল্প পুলিশের সদস্যদের বিরুদ্ধে মামলাসহ বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আজ শুক্রবার সকাল থেকে সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানার উৎপাদন, পরিবহন ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ ছাড়া আগামীকাল শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জাহাজভাঙা শিল্পের মালিক ও শ্রমিকদের পাশাপাশি সব অক্সিজেন কারখানার মালিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

বিএসবিআরএর সভাপতি আবু তাহের বলেন, তাঁরা শুধু শিল্পে ব্যবহৃত অক্সিজেন সরবরাহ বন্ধ রাখবেন। তবে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেনের সরবরাহ চলমান থাকবে।

আবু তাহের আরও বলেন, পারভেজ উদ্দিনের মতো একজন শিল্প উদ্যোক্তার কোমরে রশি বাঁধা মানে সীতাকুণ্ডের সব শিল্পপতির কোমরে রশি বাঁধার শামিল। তাঁরা শুধু তাঁকে অপমান করেননি, অপমান করেছেন সব শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের। বিস্ফোরণের পর তিনি ক্ষমাপ্রার্থনার পাশাপাশি নিহত সাতজনের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা, আহত শ্রমিকদের ২ লাখ টাকা, যাঁদের অঙ্গহানি হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা দিয়েছেন। শ্রম আইনের বাইরে অধিক ক্ষতিপূরণ দেওয়া হলেও তাঁর প্রাপ্য সম্মান না দিয়ে উল্টো অতি উৎসাহী শিল্প পুলিশের সদস্যরা তাঁকে কোমরে রশি বেঁধে তাঁর মানহানি করেছেন। 

গত ৪ মার্চ বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে সাতজনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। বিস্ফোরণের ৫৫ ঘণ্টা পর ৬ মার্চ রাতে দুর্ঘটনায় নিহত শ্রমিক আব্দুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। মামলায় গাফিলতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সীমা অক্সিজেন কারখানার তিন পরিচালকসহ মোট ১৬ জনকে আসামি করেন। পরে গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকা থেকে সীমা অক্সিজেন কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। এরপর গত বুধবার কোমরে রশি বেঁধে ও হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাঁকে আদালতে তোলে শিল্প পুলিশ। আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সীতাকুণ্ডে জাহাজভাঙার প্রায় ৯টি কারখানা রয়েছে। ওগুলোর সঙ্গে অক্সিজেন কারখানাও সংযুক্ত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত