নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ দিন বন্ধ থাকার পর আবার চট্টগ্রাম–কক্সবাজারের ‘বিশেষ ট্রেন’ চলাচল শুরু হয়েছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এই ট্রেনটি চালু করা হয়। আজ বৃহস্পিবার সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশনে থেকে ছেড়ে ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছায়। তবে, ট্রেনটি ২৪ জুন পর্যন্ত চালানো হবে বলে জানান রেলওয়ে সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ ট্রেনটি চালু হয়েছে। এই ট্রেন চলবে ২৪ জুন পর্যন্ত।’
গত ৮ এপ্রিল থেকে বিশেষ ট্রেনটি ৯/১০ লোড নিয়ে চলাচল শুরু করে। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনটি চালায় রেলওয়ে। পরে চট্টগ্রামের মানুষের আন্দোলনের মুখে ৩০ মে পর্যন্ত ট্রেনটি চলে।
প্রথম ১৮ দিনে এই ট্রেনে রেলওয়ের আয় হয় ৪২ লাখ টাকা। ট্রেনটিতে প্রতিদিনই যাত্রীদের চাপ ছিল। এক মাসে এই ট্রেনের আয় হয় ৬০ লাখ টাকার বেশি। দেশে চলাচল করা অন্য ট্রেনের চেয়ে এই ট্রেনের আয় ছিল বেশি।
ট্রেনটিতে আসন ছিল ৪৩৮টি। এর মধ্যে প্রথম শ্রেণির ৫৪টি, প্রথম শ্রেণির চেয়ার ৫৪ ও শোভন ৩৩০টি। এটি চট্টগ্রামের ষোলোশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামুতে থামত।
বিশেষ ট্রেনে শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা, প্রথম শ্রেণির আসনের জন্য ১৮৫ টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ ও ৩৪০ টাকা। বাসের ভাড়া সর্বনিম্ন ৪২০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকা।
অভিযোগ রয়েছে, বাসমালিকদের চাপে পড়ে এই বিশেষ ট্রেন বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ করেন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর এক মাসের মধ্যে ১ ডিসেম্বর এই রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ঢাকা থেকে সরাসরি একটি ট্রেন চালু করা হয়। তারপর চলতি বছরের ১৪ জানুয়ারি ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও একটি ট্রেন চালু করা হয়। সেটিও সরাসরি ঢাকা থেকে কক্সবাজার।
১২ দিন বন্ধ থাকার পর আবার চট্টগ্রাম–কক্সবাজারের ‘বিশেষ ট্রেন’ চলাচল শুরু হয়েছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এই ট্রেনটি চালু করা হয়। আজ বৃহস্পিবার সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশনে থেকে ছেড়ে ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছায়। তবে, ট্রেনটি ২৪ জুন পর্যন্ত চালানো হবে বলে জানান রেলওয়ে সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ ট্রেনটি চালু হয়েছে। এই ট্রেন চলবে ২৪ জুন পর্যন্ত।’
গত ৮ এপ্রিল থেকে বিশেষ ট্রেনটি ৯/১০ লোড নিয়ে চলাচল শুরু করে। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনটি চালায় রেলওয়ে। পরে চট্টগ্রামের মানুষের আন্দোলনের মুখে ৩০ মে পর্যন্ত ট্রেনটি চলে।
প্রথম ১৮ দিনে এই ট্রেনে রেলওয়ের আয় হয় ৪২ লাখ টাকা। ট্রেনটিতে প্রতিদিনই যাত্রীদের চাপ ছিল। এক মাসে এই ট্রেনের আয় হয় ৬০ লাখ টাকার বেশি। দেশে চলাচল করা অন্য ট্রেনের চেয়ে এই ট্রেনের আয় ছিল বেশি।
ট্রেনটিতে আসন ছিল ৪৩৮টি। এর মধ্যে প্রথম শ্রেণির ৫৪টি, প্রথম শ্রেণির চেয়ার ৫৪ ও শোভন ৩৩০টি। এটি চট্টগ্রামের ষোলোশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামুতে থামত।
বিশেষ ট্রেনে শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা, প্রথম শ্রেণির আসনের জন্য ১৮৫ টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ ও ৩৪০ টাকা। বাসের ভাড়া সর্বনিম্ন ৪২০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকা।
অভিযোগ রয়েছে, বাসমালিকদের চাপে পড়ে এই বিশেষ ট্রেন বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ করেন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর এক মাসের মধ্যে ১ ডিসেম্বর এই রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ঢাকা থেকে সরাসরি একটি ট্রেন চালু করা হয়। তারপর চলতি বছরের ১৪ জানুয়ারি ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও একটি ট্রেন চালু করা হয়। সেটিও সরাসরি ঢাকা থেকে কক্সবাজার।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে