নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দেশের কোনো সেক্টরে দক্ষ কর্মী নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ রোববার রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের আমরা প্রথম প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম ২০২১ সাল পর্যন্ত। আপনারা দেখেন সেই প্রেক্ষিত পরিকল্পনায় যেসব কথাগুলো বলা হয়েছিল, এর প্রায় ৯৫ শতাংশ এরই মধ্যে অর্জন হয়ে গেছে। আমরা দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা দিয়েছে ২০৪১ সাল পর্যন্ত। আমরা ২০৪১ সালের প্রেক্ষিতের দিকে যে এগিয়ে যাচ্ছি সেটি আপনারা সবাই দেখছেন। আপনারা যারা অর্থনীতিবিদ আছেন, যারা অর্থনীতি নিয়ে গবেষণা করেন এটি তাঁদের কথা।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের কোনো সেক্টরে দক্ষ কর্মী নেই। আমাদের দক্ষ জনগোষ্ঠী দরকার। বাংলাদেশে এখন টার্নিং পয়েন্টে আছে। ১৫ থেকে ৩০ বছর বয়সের মানুষ আছে ৪ কোটি। ৬০ শতাংশের বেশি আমাদের তরুণ জনশক্তি। এটাকে কাজে লাগাতে হবে। আগে বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স, সিভিল ইঞ্জিনিয়ার এসব বিষয় পড়ানো হতো। এখন বে-টার্মিনালিং পড়ানো হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকের কয়েক দিন মানবাধিকার নিয়ে কথা হচ্ছে। মানবাধিকার হলো আমি মিছিল করব, মিছিল করতে পুলিশ বাধা দিচ্ছে। আমি কথা বলতে চাচ্ছি, আমাকে কথা বলতে দিচ্ছে না। এটিই কী মানবাধিকার? মানবাধিকার কী সেটি বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন, তিনি বলেছেন-‘‘আমি প্রধানমন্ত্রী চাই না। আমি বাংলার মানুষের অধিকার চাই।’ ’ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এটি হলো মানুষের মৌলিক অধিকার। এই অধিকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে।’
ইউএসএইড এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) পরিচালিত ডিপ্লোমা কোর্স ইন লজিস্টিক সেক্টরের প্রি লঞ্চিং উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
‘অ্যান আই অন ভিশন ২০৪১ অব ফ্রেইট ফরওয়ার্ডিং অ্যান্ড লজিস্টিকস সেক্টরস স্কিল ডেভেলপমেন্ট অ্যান অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবেরেশন’ শীর্ষক অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাফার সভাপতি কবির আহমেদ। উদ্বোধনী বক্তব্য দেন ফিড দা ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটির চিফ অব পার্টি মার্ক শাইম্যান। প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রফেসর ড. মো. মামুন হাবিব ও চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ড. ইমন কল্যাণ চৌধুরী। আলোচনা করেন বাফার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম।
দেশের কোনো সেক্টরে দক্ষ কর্মী নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ রোববার রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের আমরা প্রথম প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম ২০২১ সাল পর্যন্ত। আপনারা দেখেন সেই প্রেক্ষিত পরিকল্পনায় যেসব কথাগুলো বলা হয়েছিল, এর প্রায় ৯৫ শতাংশ এরই মধ্যে অর্জন হয়ে গেছে। আমরা দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা দিয়েছে ২০৪১ সাল পর্যন্ত। আমরা ২০৪১ সালের প্রেক্ষিতের দিকে যে এগিয়ে যাচ্ছি সেটি আপনারা সবাই দেখছেন। আপনারা যারা অর্থনীতিবিদ আছেন, যারা অর্থনীতি নিয়ে গবেষণা করেন এটি তাঁদের কথা।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের কোনো সেক্টরে দক্ষ কর্মী নেই। আমাদের দক্ষ জনগোষ্ঠী দরকার। বাংলাদেশে এখন টার্নিং পয়েন্টে আছে। ১৫ থেকে ৩০ বছর বয়সের মানুষ আছে ৪ কোটি। ৬০ শতাংশের বেশি আমাদের তরুণ জনশক্তি। এটাকে কাজে লাগাতে হবে। আগে বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স, সিভিল ইঞ্জিনিয়ার এসব বিষয় পড়ানো হতো। এখন বে-টার্মিনালিং পড়ানো হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকের কয়েক দিন মানবাধিকার নিয়ে কথা হচ্ছে। মানবাধিকার হলো আমি মিছিল করব, মিছিল করতে পুলিশ বাধা দিচ্ছে। আমি কথা বলতে চাচ্ছি, আমাকে কথা বলতে দিচ্ছে না। এটিই কী মানবাধিকার? মানবাধিকার কী সেটি বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন, তিনি বলেছেন-‘‘আমি প্রধানমন্ত্রী চাই না। আমি বাংলার মানুষের অধিকার চাই।’ ’ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এটি হলো মানুষের মৌলিক অধিকার। এই অধিকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে।’
ইউএসএইড এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) পরিচালিত ডিপ্লোমা কোর্স ইন লজিস্টিক সেক্টরের প্রি লঞ্চিং উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
‘অ্যান আই অন ভিশন ২০৪১ অব ফ্রেইট ফরওয়ার্ডিং অ্যান্ড লজিস্টিকস সেক্টরস স্কিল ডেভেলপমেন্ট অ্যান অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবেরেশন’ শীর্ষক অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাফার সভাপতি কবির আহমেদ। উদ্বোধনী বক্তব্য দেন ফিড দা ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটির চিফ অব পার্টি মার্ক শাইম্যান। প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রফেসর ড. মো. মামুন হাবিব ও চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ড. ইমন কল্যাণ চৌধুরী। আলোচনা করেন বাফার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে