Ajker Patrika

বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে সন্ত্রাসীদের গুলি, আহত ৫

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২৩: ১৪
বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে সন্ত্রাসীদের গুলি, আহত ৫

বান্দরবানে পর্যটকদের বাসকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার বান্দরবান-বাঙালহালিয়া সড়কের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। এতে গাড়ির সামনের গ্লাস ও টায়ার ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ওই গাড়ির ৫ যাত্রী আহত হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবানের রুমা থেকে পর্যটকবাহী একটি জিপ গাড়ি রাঙামাটির রাজস্থলী যাওয়ার পথে বিকেল ৫ টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় এলে সন্ত্রাসীরা ওই গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গাড়ির সামনের চাকা ফেটে গেলে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। 

বান্দরবান সদর থানার এসআই গোবিন্দ কুমার শর্মা জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা স্থানীয়দের কাছে জানতে পারে নারীসহ ৫জন আহত হয়েছে। তবে তারা পার্শ্ববর্তী রাঙামাটির বাঙালহালিয়া বাজারে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। 

এদিকে সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের সদর জোনের পক্ষ থেকে রাত ১০টার দিকে জানানো হয়, জনসংহতি সমিতির (সন্তু লারমা) গ্রুপের সন্ত্রাসীরা গাড়িকে লক্ষ্য করে ৪০-৫০ রাউন্ড গুলি ছুড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ও সামনের চাকা ফেটে যায়। তারা দুজন আহত হয়েছে বলে জানিয়েছেন। 

নিরাপত্তাবাহিনী জানায়, ঘটনার পর থেকে ওই এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত