কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
গ্যাস সংকটের কারণে উৎপাদন আবারও বন্ধ হলো দেশের বৃহত্তম রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির (সিইউএফএল)। গতকাল শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে যায়।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্যাস সংকটের কারণে গতকাল সিইউএফএল এর উৎপাদন আবারও বন্ধ হয়ে যায়। এর আগ গত ২৭ মার্চ গ্যাস সংকটের কারণে বন্ধ হয় সিইউএফএল কারখানা। পরবর্তীতে ৫ এপ্রিল চালু হয়ে এক মাস পর আবারও বন্ধ হলো চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি।
তিনি আরও বলেন, ‘গ্যাস সংকটসহ নানা কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়লে বিভিন্ন মেশিন ও যন্ত্রণাংশগুলো মরিচা ধরে ও বিকল হয়ে পড়ে। এতে করে ক্ষতির মুখে পড়ে কারখানাটি। আমরা বিষয়টি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি এবং গ্যাস সরবরাহের জন্য তাদের অনুরোধও করেছি।’
সিইউএফএল কারখানা সূত্র জানায়, কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে। কারখানাটি চালু থাকলে দৈনিক ১ লাখ মেট্রিক টন অ্যামোনিয়া ও ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম।
গ্যাস সংকটের কারণে উৎপাদন আবারও বন্ধ হলো দেশের বৃহত্তম রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির (সিইউএফএল)। গতকাল শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে যায়।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্যাস সংকটের কারণে গতকাল সিইউএফএল এর উৎপাদন আবারও বন্ধ হয়ে যায়। এর আগ গত ২৭ মার্চ গ্যাস সংকটের কারণে বন্ধ হয় সিইউএফএল কারখানা। পরবর্তীতে ৫ এপ্রিল চালু হয়ে এক মাস পর আবারও বন্ধ হলো চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি।
তিনি আরও বলেন, ‘গ্যাস সংকটসহ নানা কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়লে বিভিন্ন মেশিন ও যন্ত্রণাংশগুলো মরিচা ধরে ও বিকল হয়ে পড়ে। এতে করে ক্ষতির মুখে পড়ে কারখানাটি। আমরা বিষয়টি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি এবং গ্যাস সরবরাহের জন্য তাদের অনুরোধও করেছি।’
সিইউএফএল কারখানা সূত্র জানায়, কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে। কারখানাটি চালু থাকলে দৈনিক ১ লাখ মেট্রিক টন অ্যামোনিয়া ও ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম।
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১২ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১৯ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
৩৪ মিনিট আগে