মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় এক অটোচালক কুড়িয়ে পাওয়া ১৩ লাখ টাকা ফেরত দিয়েছেন প্রকৃত মালিককে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদসংলগ্ন সড়ক থেকে টাকা কুড়িয়ে পাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে ফেরত দেন অটোচালক।
টাকা ফেরত দেওয়া ওই অটোচালক ও টাকা হারানো মাংস ব্যবসায়ী দুজনের নামই মো. কবির হোসেন। মাংস ব্যবসায়ী কবির হোসেনের বাড়ি উপজেলার সোনার চর গ্রামে।
গোশত ব্যবসায়ী মো. কবির হোসেন বলেন, ‘গরু কেনার জন্য ব্যাগভর্তি ১৩ লাখ টাকা মোটরসাইকেলের পেছনে নিয়ে বৈদ্যনাথপুর এলাকা থেকে মুক্তিনগর বাজারে যাচ্ছিলাম। পথিমধ্যে একটি অটোরিকশার সঙ্গে হালকা ধাক্কা লাগে। আমি তখন খেয়াল করিনি, কিন্তু বাজারে এসে ব্যাগ না পেয়ে মাথায় হাত। পরে ফেসবুকে প্রচার ও এলাকায় মাইকিং করি।’
এদিকে বৈদ্যনাথপুর এলাকার অটোচালক মো. কবির হোসেন টাকার ব্যাগ পেয়ে একই এলাকার উপজেলার বিআরটিসি মোড়ের রড, সিমেন্ট ব্যবসায়ী মো. বারেক হামজার কাছে জমা রাখেন। তিনিও টাকা পাওয়ার বিষয়টি মাইকিং করেন। পরে মাংস ব্যবসায়ী মো. কবির হোসেন বৈদ্যনাথপুর এলাকার বারেক, হেলাল উদ্দিনসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে টাকা বুঝে নেন।
এ বিষয়ে গোশত ব্যবসায়ী মো. কবির হোসেন বলেন, ‘টাকা হারিয়ে আমি ভেঙে পড়েছিলাম। টাকা ফেরত না পেলে আমাকে নিঃস্ব হয়ে পথে বসতে হতো। কিন্তু দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে—এটা তার প্রমাণ। আমি অটোচালক কবিরের প্রতি চির কৃতজ্ঞ থাকব।’
অটোচালক মো. কবির হোসেনের সততার দৃষ্টান্ত দেখে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুমিল্লার মেঘনা উপজেলায় এক অটোচালক কুড়িয়ে পাওয়া ১৩ লাখ টাকা ফেরত দিয়েছেন প্রকৃত মালিককে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদসংলগ্ন সড়ক থেকে টাকা কুড়িয়ে পাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে ফেরত দেন অটোচালক।
টাকা ফেরত দেওয়া ওই অটোচালক ও টাকা হারানো মাংস ব্যবসায়ী দুজনের নামই মো. কবির হোসেন। মাংস ব্যবসায়ী কবির হোসেনের বাড়ি উপজেলার সোনার চর গ্রামে।
গোশত ব্যবসায়ী মো. কবির হোসেন বলেন, ‘গরু কেনার জন্য ব্যাগভর্তি ১৩ লাখ টাকা মোটরসাইকেলের পেছনে নিয়ে বৈদ্যনাথপুর এলাকা থেকে মুক্তিনগর বাজারে যাচ্ছিলাম। পথিমধ্যে একটি অটোরিকশার সঙ্গে হালকা ধাক্কা লাগে। আমি তখন খেয়াল করিনি, কিন্তু বাজারে এসে ব্যাগ না পেয়ে মাথায় হাত। পরে ফেসবুকে প্রচার ও এলাকায় মাইকিং করি।’
এদিকে বৈদ্যনাথপুর এলাকার অটোচালক মো. কবির হোসেন টাকার ব্যাগ পেয়ে একই এলাকার উপজেলার বিআরটিসি মোড়ের রড, সিমেন্ট ব্যবসায়ী মো. বারেক হামজার কাছে জমা রাখেন। তিনিও টাকা পাওয়ার বিষয়টি মাইকিং করেন। পরে মাংস ব্যবসায়ী মো. কবির হোসেন বৈদ্যনাথপুর এলাকার বারেক, হেলাল উদ্দিনসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে টাকা বুঝে নেন।
এ বিষয়ে গোশত ব্যবসায়ী মো. কবির হোসেন বলেন, ‘টাকা হারিয়ে আমি ভেঙে পড়েছিলাম। টাকা ফেরত না পেলে আমাকে নিঃস্ব হয়ে পথে বসতে হতো। কিন্তু দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে—এটা তার প্রমাণ। আমি অটোচালক কবিরের প্রতি চির কৃতজ্ঞ থাকব।’
অটোচালক মো. কবির হোসেনের সততার দৃষ্টান্ত দেখে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে