Ajker Patrika

একুশের শেষ সূর্য দর্শন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ২২: ৫৮
একুশের শেষ সূর্য দর্শন

বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে শুক্রবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। 

 বর্ষ বিদায়ের গোধূলী লগ্নে চট্টগ্রাম নগরীর সাগরপাড় এলাকার আউটার রিং রোডে সাইক্লিস্টদের অলস বিচরণ

বিকেল ৫টা ১৯ মিনিট, ধীরে ধীরে অস্তমিত হয়ে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় বছরের শেষ সূর্যটি। এই দৃশ্য স্মৃতিপটে এঁকে নিতে বেলা ৩টা থেকেই পতেঙ্গা সমুদ্রসৈকতে আসতে শুরু করেন পর্যটকেরা।

 বর্ষ বিদায়ের গোধূলী লগ্নে চট্টগ্রাম নগরীর সাগরপাড় এলাকার আউটার রিং রোডে সাইক্লিস্টদের অলস বিচরণ

সাপ্তাহিক ছুটির দিন থাকায় অনেকে পরিবার নিয়ে বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে আসেন। সূর্যাস্তের আগে সৈকত লোকারণ্যে পরিণত হয়। 

 অনেকের মতো এদিন বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে পতেঙ্গা সমুদ্রসৈকতে আসেন হালিশহর এলাকার বাসিন্দা আদর খন্দকার।

 বর্ষ বিদায়ের গোধূলী লগ্নে চট্টগ্রাম নগরীর সাগরপাড় এলাকার আউটার রিং রোডে সাইক্লিস্টদের অলস বিচরণ

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নানা কারণে ২০২১ সাল আমার কাছে স্মরণীয়। তাই এই বছরের শেষ সূর্যাস্তকে উপভোগ করতে আজ পতেঙ্গায় এসেছি।’ 

একই কথা বলেন পশ্চিম খুলশী এলাকার বাসিন্দা আনিকা সুলতানা। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই আমরা সূর্যাস্ত দেখি। কিন্তু আজকের সূর্যাস্তটা অনেক স্পেশাল।

 বর্ষ বিদায়ের গোধূলী লগ্নে চট্টগ্রাম নগরীর সাগরপাড় এলাকার আউটার রিং রোডে সাইক্লিস্টদের অলস বিচরণ

যে কারণে পরিবারের লোকজন নিয়ে বছরের শেষ সূর্যাস্তটা সৈকতে উপভোগ করতে এসেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত