সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে এক নারী আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ (বাহারিয়া বাড়ি) এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম পুতুল বেগম (৫০)। তিনি একই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী।
স্বজনেরা জানিয়েছেন, গ্রামীণ ব্যাংক, আশা, প্রত্যাশা, জনসেবাসহ বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছেন পুতুল। আজ সকালে গ্রামীণ ব্যাংক ও আশা ব্যাংকের কিস্তি দেওয়ার কথা ছিল। গতকাল রোববার রাতে কিস্তির টাকা নিয়ে তাঁর বড় ছেলে আব্দুল আলীমের সঙ্গে কথা-কাটাকাটিও হয় তাঁর। ছেলে কিস্তির টাকা না দিয়ে মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যান।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানান, আজ সকালে ঘরের দরজা খোলা দেখে তাঁর ছোট ছেলে আব্দুল আজিজ সায়েম মায়ের ঘরে প্রবেশ করেন। মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই আশিক আজকের পত্রিকাকে জানান, উত্তরবঙ্গের প্রবাসী এক ব্যক্তির সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়েছিল। বিয়ের পর দুই ছেলেসহ তাঁর বোনকে তাঁদের বাড়িতে রেখে বোন জামায় পালিয়ে যান। এর পর থেকে ছেলেদের নিয়ে তাঁদের বাড়িতে বাস করছিলেন বোন। তিনি ছেলেদের জন্য ও সংসার খরচের জন্য বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে কিস্তি টাকা নিয়েছিলেন। আজ দুটি এনজিও সংস্থার কিস্তির টাকা দেওয়ার তারিখ ছিল। কিস্তির টাকা নিয়ে রাতে ভাগনে আব্দুল আজিজের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল বোনের।
আশিক আরও বলেন, ‘কিস্তির টাকা পরিশোধ নিয়ে আমার বোন খুব মানসিক যন্ত্রণায় ছিলেন। আজ সোমবার সকালে টাকা নিতে কিস্তির লোক আসার কথা ছিল। আর টাকা দিতে না পারলে তাদের কাছে অপমানিত হতে হবে। তাই কিস্তি পরিশোধের চাপ থেকে রেহাই পেতে আমার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করছি।’
বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ওই নারী একেবারেই হতদরিদ্র। আজ দুটি এনজিওর সংস্থার কিস্তি পরিশোধের কথা ছিল তার। কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মানসিক চাপে পড়ে ওই নারী আত্মহত্যা করেছে। পুলিশের সঙ্গে কথা বলে ওই নারীর মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে এক নারী আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ (বাহারিয়া বাড়ি) এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম পুতুল বেগম (৫০)। তিনি একই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী।
স্বজনেরা জানিয়েছেন, গ্রামীণ ব্যাংক, আশা, প্রত্যাশা, জনসেবাসহ বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছেন পুতুল। আজ সকালে গ্রামীণ ব্যাংক ও আশা ব্যাংকের কিস্তি দেওয়ার কথা ছিল। গতকাল রোববার রাতে কিস্তির টাকা নিয়ে তাঁর বড় ছেলে আব্দুল আলীমের সঙ্গে কথা-কাটাকাটিও হয় তাঁর। ছেলে কিস্তির টাকা না দিয়ে মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যান।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানান, আজ সকালে ঘরের দরজা খোলা দেখে তাঁর ছোট ছেলে আব্দুল আজিজ সায়েম মায়ের ঘরে প্রবেশ করেন। মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই আশিক আজকের পত্রিকাকে জানান, উত্তরবঙ্গের প্রবাসী এক ব্যক্তির সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়েছিল। বিয়ের পর দুই ছেলেসহ তাঁর বোনকে তাঁদের বাড়িতে রেখে বোন জামায় পালিয়ে যান। এর পর থেকে ছেলেদের নিয়ে তাঁদের বাড়িতে বাস করছিলেন বোন। তিনি ছেলেদের জন্য ও সংসার খরচের জন্য বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে কিস্তি টাকা নিয়েছিলেন। আজ দুটি এনজিও সংস্থার কিস্তির টাকা দেওয়ার তারিখ ছিল। কিস্তির টাকা নিয়ে রাতে ভাগনে আব্দুল আজিজের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল বোনের।
আশিক আরও বলেন, ‘কিস্তির টাকা পরিশোধ নিয়ে আমার বোন খুব মানসিক যন্ত্রণায় ছিলেন। আজ সোমবার সকালে টাকা নিতে কিস্তির লোক আসার কথা ছিল। আর টাকা দিতে না পারলে তাদের কাছে অপমানিত হতে হবে। তাই কিস্তি পরিশোধের চাপ থেকে রেহাই পেতে আমার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করছি।’
বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ওই নারী একেবারেই হতদরিদ্র। আজ দুটি এনজিওর সংস্থার কিস্তি পরিশোধের কথা ছিল তার। কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মানসিক চাপে পড়ে ওই নারী আত্মহত্যা করেছে। পুলিশের সঙ্গে কথা বলে ওই নারীর মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
২৪ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে