Ajker Patrika

ইউপি কার্যালয়ে তালা কেটে কম্পিউটারের যন্ত্রাংশ ও টাকা চুরি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ইউপি কার্যালয়ে তালা কেটে কম্পিউটারের যন্ত্রাংশ ও টাকা চুরি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের তালা কেটে চুরি হয়েছে। এ সময় নগদ টাকা, কম্পিউটারের সিপিইউর যন্ত্রাংশ ও একটি মনিটর নিয়ে যায় দুর্বৃত্তরা। 

গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় চুরি হয়। এ ঘটনায় আজ রোববার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। 

ইউপি সচিব মিল্টন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পোপাদিয়া ইউপি কার্যালয়ের প্রতিটি কক্ষের তালা কেটে চোরের দল আসবাবপত্র ও নথিপত্র এলোমেলো করে ফেলেছে। নগদ ৩ হাজার ৯০০ টাকা, পরিষদের দুইটি সিপিইউ ও একটি মনিটর এবং একটি নষ্ট প্রিন্টার নিয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ নথিপত্র পরিষদের বাইরে ফেলে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

কার্যালয়ের ভেতর এলোমেলো কাগজপত্রইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন বলেন, চোরের দল কার্যালয়ের একাধিক কক্ষের তালা কেটে চুরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ইউপি কার্যালয়ের বাইরে ফেলে যাওয়া যন্ত্রপাতিএ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, পোপাদিয়া ইউপি কার্যালয়ে চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

ইউপি কার্যালয়ের বাইরে ফেলে যাওয়া নথিপত্রএর আগে, গত ১৭ অক্টোবর রাতে উপজেলার সারোয়াতলী ইউপি কার্যালয়ে চুরি হয়। সে সময় পরিষদের একটি পোষা কুকুরকে মেরে কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ ও দুইটি ল্যাপটপ চুরি করে নিয়ে যাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত