নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুটি বিভাগ আলাদা দামে ইন্টারনেট-সেবা কিনছে বলে অভিযোগ উঠেছে। মোট ৬০টি ইন্টারনেট-সংযোগের মধ্যে ১০টির বিল করেছে প্রকৌশল বিভাগ, যা অপর ৫০ সংযোগের দামের তুলনায় অন্তত ৪ গুণ বেশি। তথ্যপ্রযুক্তি বিভাগের নিয়ন্ত্রণে থাকা ওই ৫০টি সংযোগের ইন্টারনেট দর বাজারমূল্যের কাছাকাছি।
জানা গেছে, অন্য একটি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কিনে তা ৮ গুণ বেশি দামে চসিকের প্রকৌশল বিভাগকে দিচ্ছে সেন্ট্রাল কম্পিউটারস নামের এক প্রতিষ্ঠান। ইন্টারনেটের এই দর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড (বিটিসিএল) দরেরও ৩ গুণ বেশি।
অভিযোগ উঠেছে, করপোরেশনের প্রকৌশল বিভাগের এক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও এক উপসহকারী প্রকৌশলীকে হাত করে সেন্ট্রাল কম্পিউটারস কাজটি পায় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের চেয়ে ৩ গুণ বেশি দামে। এ প্রতিষ্ঠানটিই প্রকৌশল বিভাগের ১০ সংযোগের ইন্টারনেট সেবা দিচ্ছে। এসব সংযোগে প্রতি এমবিপিএসের দাম ১ হাজার ২৫০ টাকা করে, যা বিটিসিএল বিক্রি করে ৩৯৫ টাকায়। এ-সংক্রান্ত দরপত্রে অন্য এক প্রতিষ্ঠানের সর্বনিম্ন দরপ্রস্তাব ছিল ৩৫০ টাকা। বেশি দামে ইন্টারনেট নেওয়ায় গত তিন বছরে চসিকের বাড়তি ব্যয় হয়েছে প্রায় ১৬ লাখ টাকা। জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। এ নিয়ে আমি একটি তদন্ত কমিটি করে দিচ্ছি।’
সেন্ট্রাল কম্পিউটারসের মালিক মোহাম্মদ সুমন স্বীকার করেন, তাঁরা এফএনএফ নামের অন্য একটি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট কিনে সরবরাহ দিচ্ছেন সিটি করপোরেশনকে। তবে কত দামে কিনছেন, তা জানাতে চাননি তিনি।
এফএনএফের বিক্রয় নির্বাহী রইসুল খান বলেছেন, যে কেউ ৩৪ এমবিপিএসের ডেডিকেটেড সংযোগ নিলেও বিল হবে প্রায় ৪ হাজার টাকা। সে হিসাবে প্রতি এমবিপিএসের দর মাত্র ১১৭ টাকা। অথচ এই ইন্টারনেট-সেবার জন্য চসিক বিল দিচ্ছে প্রতি এমবিপিএস ১ হাজার ২৫০ টাকা করে।
২০১৮ সালে ইন্টারনেট সরবরাহের দরপত্রে প্রতিযোগিতা করে ৩৫০ টাকা এমবিপিএস দামে সর্বনিম্ন দরপ্রস্তাব ছিল আইকিউ টেল নামের একটি প্রতিষ্ঠানের। অথচ এমবিপিএস প্রতি ৯০০ টাকায় কার্যাদেশ পায় সেন্ট্রাল কম্পিউটারস।
এ বিষয়ে করপোরেশনের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার ঝুলন কুমার দাস বলেন, ‘এসব বিল আমরা চাইলেই দিতে পারি না। আইটি বিভাগের মতামত নিয়েই আমরা ইন্টারনেট-সংযোগ ও বিল দিই।’
তবে আইটি বিভাগের প্রোগ্রামার মো. সকাল হাসান বলেন, ‘বেশি দামের ১০টি সংযোগের লাইন বিদ্যুৎ বিভাগের। আমরা বিল দিই প্রতি এমবিপিএস ৩৫০ টাকার কাছাকাছি।’
করপোরেশনে বিল উপস্থাপনকারীদের একজন উপসহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাশ। তিনি এসব বিষয়ে কথা বলতে অপারগতা জানান। আর চসিকের সহকারী প্রকৌশলী আনোয়ারা হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে প্রকল্প পরিদর্শনে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলেন তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুটি বিভাগ আলাদা দামে ইন্টারনেট-সেবা কিনছে বলে অভিযোগ উঠেছে। মোট ৬০টি ইন্টারনেট-সংযোগের মধ্যে ১০টির বিল করেছে প্রকৌশল বিভাগ, যা অপর ৫০ সংযোগের দামের তুলনায় অন্তত ৪ গুণ বেশি। তথ্যপ্রযুক্তি বিভাগের নিয়ন্ত্রণে থাকা ওই ৫০টি সংযোগের ইন্টারনেট দর বাজারমূল্যের কাছাকাছি।
জানা গেছে, অন্য একটি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কিনে তা ৮ গুণ বেশি দামে চসিকের প্রকৌশল বিভাগকে দিচ্ছে সেন্ট্রাল কম্পিউটারস নামের এক প্রতিষ্ঠান। ইন্টারনেটের এই দর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড (বিটিসিএল) দরেরও ৩ গুণ বেশি।
অভিযোগ উঠেছে, করপোরেশনের প্রকৌশল বিভাগের এক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও এক উপসহকারী প্রকৌশলীকে হাত করে সেন্ট্রাল কম্পিউটারস কাজটি পায় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের চেয়ে ৩ গুণ বেশি দামে। এ প্রতিষ্ঠানটিই প্রকৌশল বিভাগের ১০ সংযোগের ইন্টারনেট সেবা দিচ্ছে। এসব সংযোগে প্রতি এমবিপিএসের দাম ১ হাজার ২৫০ টাকা করে, যা বিটিসিএল বিক্রি করে ৩৯৫ টাকায়। এ-সংক্রান্ত দরপত্রে অন্য এক প্রতিষ্ঠানের সর্বনিম্ন দরপ্রস্তাব ছিল ৩৫০ টাকা। বেশি দামে ইন্টারনেট নেওয়ায় গত তিন বছরে চসিকের বাড়তি ব্যয় হয়েছে প্রায় ১৬ লাখ টাকা। জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। এ নিয়ে আমি একটি তদন্ত কমিটি করে দিচ্ছি।’
সেন্ট্রাল কম্পিউটারসের মালিক মোহাম্মদ সুমন স্বীকার করেন, তাঁরা এফএনএফ নামের অন্য একটি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট কিনে সরবরাহ দিচ্ছেন সিটি করপোরেশনকে। তবে কত দামে কিনছেন, তা জানাতে চাননি তিনি।
এফএনএফের বিক্রয় নির্বাহী রইসুল খান বলেছেন, যে কেউ ৩৪ এমবিপিএসের ডেডিকেটেড সংযোগ নিলেও বিল হবে প্রায় ৪ হাজার টাকা। সে হিসাবে প্রতি এমবিপিএসের দর মাত্র ১১৭ টাকা। অথচ এই ইন্টারনেট-সেবার জন্য চসিক বিল দিচ্ছে প্রতি এমবিপিএস ১ হাজার ২৫০ টাকা করে।
২০১৮ সালে ইন্টারনেট সরবরাহের দরপত্রে প্রতিযোগিতা করে ৩৫০ টাকা এমবিপিএস দামে সর্বনিম্ন দরপ্রস্তাব ছিল আইকিউ টেল নামের একটি প্রতিষ্ঠানের। অথচ এমবিপিএস প্রতি ৯০০ টাকায় কার্যাদেশ পায় সেন্ট্রাল কম্পিউটারস।
এ বিষয়ে করপোরেশনের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার ঝুলন কুমার দাস বলেন, ‘এসব বিল আমরা চাইলেই দিতে পারি না। আইটি বিভাগের মতামত নিয়েই আমরা ইন্টারনেট-সংযোগ ও বিল দিই।’
তবে আইটি বিভাগের প্রোগ্রামার মো. সকাল হাসান বলেন, ‘বেশি দামের ১০টি সংযোগের লাইন বিদ্যুৎ বিভাগের। আমরা বিল দিই প্রতি এমবিপিএস ৩৫০ টাকার কাছাকাছি।’
করপোরেশনে বিল উপস্থাপনকারীদের একজন উপসহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাশ। তিনি এসব বিষয়ে কথা বলতে অপারগতা জানান। আর চসিকের সহকারী প্রকৌশলী আনোয়ারা হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে প্রকল্প পরিদর্শনে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলেন তিনি।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
৩০ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
৩৫ মিনিট আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৯ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে