সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। শীতের আগমনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যস্ত হয়ে পড়েছেন লেপ তৈরির কারিগররা। এলাকাবাসীরা ভিড় জমাচ্ছেন লেপ-তোশকের দোকানে। এতে বিক্রি বেড়েছে লেপ তোশকের। সারা বছর অলস সময় পার করলেও এখন রাত জেগেও কাজ করতে হয় কারিগরদের।
এলাকা সূত্রে জানা যায়, উপজেলার হাওরাঞ্চলে অবস্থিত অরুয়াইল বাজারের লেপ তোশকের দোকানে এখন প্রতিদিন ১০ / ১২টি লেপ তোশক তৈরি হচ্ছে। তবে লেপের কাপড়, ফোম ও মজুরি গত বছরের তুলনায় এ বছর বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। এখানে চার-পাঁচ হাত মাপের তৈরি লেপ ১০০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এ বিষয়ে অরুয়াইল বাজারের লোপাড়া বেডিং স্টোরের স্বত্বাধিকারী মো. আল আমিন বলেন, ‘আমাদের এই লেপ তোশকের দোকানের বয়স প্রায় ৫০ বছর। আমার বাবা এ কাজ করতেন। বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন। কর্মচারী নিয়ে দোকানটি এখন আমিই পরিচালনা করি। লেপ তোশকের ব্যবসা আগের চেয়ে অনেক খারাপ। আমার বাবা এই ব্যবসা দিয়ে অনেক কিছু করেছেন। আমি এই ব্যবসা থেকে কিছুই করতে পারিনি। শুধু খেয়ে পরে কোন রকমে বেঁচে আছি। কারণ লেপের জায়গা দখল করেছে বিদেশি কম্বল। ইচ্ছে না থাকা সত্ত্বেও সংসারের প্রয়োজনে এ ব্যবসা ছেড়ে অন্য কোন ব্যবসা করব ভাবছি।’
লেপ তোশক তৈরির কারিগর মো. হারুন মিয়া বলেন, ‘আমি ১০ বছর যাবৎ লেপ তোশকের কারিগর হিসেবে কাজ করে আসছি। এ পেশায় এখন কদর কম। অনেক কষ্ট করে কাজটি শিখেছি তাই এ পেশা ছেড়ে অন্য পেশায় যেতে মন চায় না। আমাদের পরিবারে আমিই এ পেশায় আছি।’
কারিগর তফসির বলেন, ‘শীত আসার আগেই মানুষ লেপ তোশক বানাতে শুরু করে দিয়েছে। তাই আমরাও ব্যস্ত সময় পার করছি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা আরও বৃদ্ধি পাবে। মনে হয় এ বছর আয় রোজগার ভালোই হবে।’
অরুয়াইল বাজারে কথা হয় লেপ তোশক কিনতে আসা সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের লিয়াকত আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি শুধু তোশক বানাতে এসেছি। আমার ছেলে বিদেশ থেকে দুটি কম্বল পাঠিয়েছে। তাই লেপের দরকার নেই। লেপের চেয়ে শীতে কম্বল অনেক আরামদায়ক। তা ছাড়া তুলা, কাপড় ও কারিগরের মজুরি অনেক বেশি। তাই টেকসই ও দামের দিক দিয়ে লেপের চেয়ে কম্বল অনেক ভালো।’
প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। শীতের আগমনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যস্ত হয়ে পড়েছেন লেপ তৈরির কারিগররা। এলাকাবাসীরা ভিড় জমাচ্ছেন লেপ-তোশকের দোকানে। এতে বিক্রি বেড়েছে লেপ তোশকের। সারা বছর অলস সময় পার করলেও এখন রাত জেগেও কাজ করতে হয় কারিগরদের।
এলাকা সূত্রে জানা যায়, উপজেলার হাওরাঞ্চলে অবস্থিত অরুয়াইল বাজারের লেপ তোশকের দোকানে এখন প্রতিদিন ১০ / ১২টি লেপ তোশক তৈরি হচ্ছে। তবে লেপের কাপড়, ফোম ও মজুরি গত বছরের তুলনায় এ বছর বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। এখানে চার-পাঁচ হাত মাপের তৈরি লেপ ১০০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এ বিষয়ে অরুয়াইল বাজারের লোপাড়া বেডিং স্টোরের স্বত্বাধিকারী মো. আল আমিন বলেন, ‘আমাদের এই লেপ তোশকের দোকানের বয়স প্রায় ৫০ বছর। আমার বাবা এ কাজ করতেন। বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন। কর্মচারী নিয়ে দোকানটি এখন আমিই পরিচালনা করি। লেপ তোশকের ব্যবসা আগের চেয়ে অনেক খারাপ। আমার বাবা এই ব্যবসা দিয়ে অনেক কিছু করেছেন। আমি এই ব্যবসা থেকে কিছুই করতে পারিনি। শুধু খেয়ে পরে কোন রকমে বেঁচে আছি। কারণ লেপের জায়গা দখল করেছে বিদেশি কম্বল। ইচ্ছে না থাকা সত্ত্বেও সংসারের প্রয়োজনে এ ব্যবসা ছেড়ে অন্য কোন ব্যবসা করব ভাবছি।’
লেপ তোশক তৈরির কারিগর মো. হারুন মিয়া বলেন, ‘আমি ১০ বছর যাবৎ লেপ তোশকের কারিগর হিসেবে কাজ করে আসছি। এ পেশায় এখন কদর কম। অনেক কষ্ট করে কাজটি শিখেছি তাই এ পেশা ছেড়ে অন্য পেশায় যেতে মন চায় না। আমাদের পরিবারে আমিই এ পেশায় আছি।’
কারিগর তফসির বলেন, ‘শীত আসার আগেই মানুষ লেপ তোশক বানাতে শুরু করে দিয়েছে। তাই আমরাও ব্যস্ত সময় পার করছি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা আরও বৃদ্ধি পাবে। মনে হয় এ বছর আয় রোজগার ভালোই হবে।’
অরুয়াইল বাজারে কথা হয় লেপ তোশক কিনতে আসা সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের লিয়াকত আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি শুধু তোশক বানাতে এসেছি। আমার ছেলে বিদেশ থেকে দুটি কম্বল পাঠিয়েছে। তাই লেপের দরকার নেই। লেপের চেয়ে শীতে কম্বল অনেক আরামদায়ক। তা ছাড়া তুলা, কাপড় ও কারিগরের মজুরি অনেক বেশি। তাই টেকসই ও দামের দিক দিয়ে লেপের চেয়ে কম্বল অনেক ভালো।’
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
৬ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
১৪ মিনিট আগেবরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
১ ঘণ্টা আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১ ঘণ্টা আগে