বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামায় পাহাড় কাটার দায়ে ২৩ ইটভাটা মালিককে ৩১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার পরিবেশ সংরক্ষণ আইনে এ ক্ষতিপূরণ আরোপ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারা আলোকে ২৩টি ইটভাটাকে ৩১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ফাইতং ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন উন্নয়নকাজের জন্য আমরা ইটভাটা করি। এই ইটভাটাগুলোতে প্রায় ৭-৮ হাজার শ্রমিক রয়েছে। এত টাকা জরিমানা করলে আমরা কীভাবে ইটভাটা চালাব। এভাবে জরিমানা করতে থাকলে আমরা ভবিষ্যতে আর ইটভাটা না করার সিদ্ধান্ত নিয়েছি।’
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিল্লোল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বান্দরবানের লামায় পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় ২৩ ইটভাটার মালিককে ৩১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছি। আমরা তাদের বলেছি, পাহাড় কেটে এ ধরনের ইটভাটা না করে আধুনিক পদ্ধতির ঝিকঝাক ইটভাটা তৈরি করার জন্য পরামর্শ দিয়েছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বান্দরবানের লামায় পাহাড় কাটার দায়ে ২৩ ইটভাটা মালিককে ৩১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার পরিবেশ সংরক্ষণ আইনে এ ক্ষতিপূরণ আরোপ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারা আলোকে ২৩টি ইটভাটাকে ৩১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ফাইতং ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন উন্নয়নকাজের জন্য আমরা ইটভাটা করি। এই ইটভাটাগুলোতে প্রায় ৭-৮ হাজার শ্রমিক রয়েছে। এত টাকা জরিমানা করলে আমরা কীভাবে ইটভাটা চালাব। এভাবে জরিমানা করতে থাকলে আমরা ভবিষ্যতে আর ইটভাটা না করার সিদ্ধান্ত নিয়েছি।’
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিল্লোল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বান্দরবানের লামায় পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় ২৩ ইটভাটার মালিককে ৩১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছি। আমরা তাদের বলেছি, পাহাড় কেটে এ ধরনের ইটভাটা না করে আধুনিক পদ্ধতির ঝিকঝাক ইটভাটা তৈরি করার জন্য পরামর্শ দিয়েছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে