গৃহহীন-ভূমিহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেছেন যুগ্ম সচিব

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৩

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘরের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। গত শনিবার দুপুরে বড়উঠান ইউনিয়নের খিলপাড়া গুচ্ছগ্রামে পরিদর্শনে আসেন তিনি। 

প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করছেন। তাঁর নেতৃত্বে দেশ আজ বিশ্বে দরবারে রোল মডেল। মুজিব বর্ষে গৃহহীনরা পেয়েছেন শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর। সে ধারা এখনো অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুর দেশে কেউ গৃহহীন থাকবে না। কাজের মান ও অগ্রগতি দেখে আমি সন্তুষ্ট। 

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, উপজেলার বড়উঠানে ৮টি গৃহ নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে প্রায় ৯০ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর করা হবে। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা, জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরিন আকতার, আনোয়ারার সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী, বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা। 

পরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘরের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। ওই সময় উপস্থিত ছিলেন-আনোয়ারার সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান ও বৈরাগের চেয়ারম্যান নোয়াব আলী। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত