Ajker Patrika

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, আহত ২

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, আহত ২

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ ইরফান (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ইরফান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকার শফিউল আলম কুতুবের ছেলে। আহতদের মধ্যে একজনের নাম মো. শাহীন বলে জানায় পুলিশ। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসাইন গুলির ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ার হোসাইন বলেন, ‘আজ দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দুটি মোটরসাইকেলে করে ইরফান, শাহীনসহ চারজন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় জঙ্গলে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তাঁদেরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইরফানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।’ 

ওসি আরও বলেন, ‘কী কারণে, কারা এই ঘটনা ঘটিয়েছেন তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত