অতিবর্ষণে সড়কে ধস, বড়ইছড়ি-ঘাগড়া-রাঙামাটি যান চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১৪: ০৪
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৪: ২০

অতিবর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকায় সড়ক ধসে পড়েছে। যে কারণে আজ রোববার সকাল থেকে এই সড়কে মোটরসাইকেল ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বড়ইছড়ি সিএনজি অটোচালক সমিতির সভাপতি আমির হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েক দিনের অতি বর্ষণে বড়ইছড়ি-ঘাগড়া-রাঙামাটি সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধসে পড়ায় আজ সকাল থেকে এ সড়কে মোটরসাইকেল ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সিএনজিচালিত অটোরিকশাচালক হেমন্ত তনচংগ্যা ও বড়ইছড়ি-রাঙামাটি বাসমালিক সমিতির লাইনম্যান মোজ্জামেল হক বাহাদুর বলেন, এত দিন ঝুঁকিপূর্ণভাবে এই জায়গায় যান চলাচল করেছে। কয়েক দিনের অতিবৃষ্টিতে সড়কের কুকিমারা এলাকায় সড়কটি ধসে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘এই মুহূর্তে আমিসহ সওজের কর্মীরা কুকিমারা এলাকায় আছি। আমরা মেরামতের কাজ করছি। আশা করছি, বিকেল ৫টার মধ্যে ভাঙা অংশ মেরামত করে যান চলাচল উপযোগী করে তোলা যাবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত