রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ১৭ ঘণ্টা পর হাজী মো. শফিউল আলম (৭৪) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
বৃদ্ধ নিখোঁজের বিষয়ে রাউজান ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. মকবুল আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে গতকাল রোববার আমাদের একটি ইউনিট এবং দুজনের ডুবুরি দল বৃদ্ধকে পুকুরে খুঁজে দেখে। তখন পাওয়া যায়নি। আজ ভোরে লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।’
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হোন শফিউল আলম। তিনি রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের রফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা।
শফিউলের ভাতিজা মো. সাইফুল ও শরীফুল বলেন, ‘গতকাল রোববার সাড়ে ১২টার দিকে চাচা বাড়ির সামনের পুকুরে গোসল করতে আসেন। একপর্যায়ে সাঁতার কেটে পুকুরে নেমে পড়েন। বাড়ির কয়েকজন নিষেধ করলে তিনি বলেন ‘সাঁতার কাটতে ইচ্ছে করছে’। আমরা সবাই সাঁতার কেটে সামনে যেতে দেখেছি। পরে আর পুকুরে দেখতে পাইনি।’
সাইফুল ও শরীফুল বলেন, ‘আমরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিই। দুজন ডুবুরি এসে খোঁজ করেও পাননি। বাড়ির সবাই সারা রাত পুকুরঘাটে পাহারা দিই। শেষ পর্যন্ত ভোর সাড়ে ৫টার দিকে চাচার লাশ ভেসে ওঠে।’
শফিউলের মেয়ে আমেনা, রাশেদা ও কুসুম আকতার বলেন, ‘আমাদের বাবা পুকুরে নেমে গোসল করেন না। ঘাটে বসে মগ দিয়ে গোসল করেন। পুকুরে কেন নামলেন বুঝতেছি না। আমরা এতিম হয়ে গেলাম।’ তাঁরা আরও বলেন, ‘আমরা বড়ই হতভাগা। পাঁচ বছর আগে প্রবাসে এক ভাই দুর্ঘটনায় মারা যান। ১৫ বছর আগে মা আমাদের ছেড়ে চলে যান। বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। কিন্তু বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে শফিউলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ১৭ ঘণ্টা পর হাজী মো. শফিউল আলম (৭৪) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
বৃদ্ধ নিখোঁজের বিষয়ে রাউজান ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. মকবুল আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে গতকাল রোববার আমাদের একটি ইউনিট এবং দুজনের ডুবুরি দল বৃদ্ধকে পুকুরে খুঁজে দেখে। তখন পাওয়া যায়নি। আজ ভোরে লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।’
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হোন শফিউল আলম। তিনি রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের রফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা।
শফিউলের ভাতিজা মো. সাইফুল ও শরীফুল বলেন, ‘গতকাল রোববার সাড়ে ১২টার দিকে চাচা বাড়ির সামনের পুকুরে গোসল করতে আসেন। একপর্যায়ে সাঁতার কেটে পুকুরে নেমে পড়েন। বাড়ির কয়েকজন নিষেধ করলে তিনি বলেন ‘সাঁতার কাটতে ইচ্ছে করছে’। আমরা সবাই সাঁতার কেটে সামনে যেতে দেখেছি। পরে আর পুকুরে দেখতে পাইনি।’
সাইফুল ও শরীফুল বলেন, ‘আমরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিই। দুজন ডুবুরি এসে খোঁজ করেও পাননি। বাড়ির সবাই সারা রাত পুকুরঘাটে পাহারা দিই। শেষ পর্যন্ত ভোর সাড়ে ৫টার দিকে চাচার লাশ ভেসে ওঠে।’
শফিউলের মেয়ে আমেনা, রাশেদা ও কুসুম আকতার বলেন, ‘আমাদের বাবা পুকুরে নেমে গোসল করেন না। ঘাটে বসে মগ দিয়ে গোসল করেন। পুকুরে কেন নামলেন বুঝতেছি না। আমরা এতিম হয়ে গেলাম।’ তাঁরা আরও বলেন, ‘আমরা বড়ই হতভাগা। পাঁচ বছর আগে প্রবাসে এক ভাই দুর্ঘটনায় মারা যান। ১৫ বছর আগে মা আমাদের ছেড়ে চলে যান। বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। কিন্তু বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে শফিউলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৯ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
২৯ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৩৩ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে