আইনজীবী না থাকায় চিন্ময়ের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২: ১৬
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২: ২৮
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন শুনানির নতুন তারিখ আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে ইসকনের সাবেক এই নেতার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুনানির তারিখ গত বুধ ও বৃহস্পতিবার থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে ওই জামিন শুনানি হয়নি। এরপর আদালত শুনানির নতুন তারিখ ঘোষণা করেন। কিন্তু মঙ্গলবার শুনানির নির্ধারিত দিনে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। রাষ্ট্রপক্ষও সময়ের আবেদন করেন। তাই আদালত পরবর্তী জামিন শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ ধার্য করেন।

আজ সকাল সাড়ে ১০টায় জামিন শুনানির নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত হন। এ সময় চিন্ময়কে গ্রেপ্তার ও পরবর্তী সহিংসতায় আইনজীবী আলিফ নিহতের ঘটনায় অপরাধীদের বিচার দাবিতে স্লোগান দেন আইনজীবীরা। উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ।

উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। সেদিন তাঁকে বহন করা প্রিজন ভ্যান দুপুর ১২টা থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত আটকে রাখেন তাঁর অনুসারীরা। একপর্যায়ে লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ অনুসারীরা পুলিশ, সেনাবাহিনী ও সাংবাদিকদের অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় অনুসারীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত