চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২১ মে ২০২৩, ১৮: ২৩
আপডেট : ২১ মে ২০২৩, ১৮: ৩১

চট্টগ্রাম মহানগরীতে রাইফেলস ক্লাবের সীমানাপ্রাচীর ভেঙে গড়ে তোলা ১১টি দোকানঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ রোববার কোতোয়ালি থানার আমতল মোড়ে ক্লাবটির পশ্চিম অংশে গড়ে তোলা এসব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। 

জানা যায়, নগরীর আমতল মোড়সংলগ্ন ক্লাবটির সীমানার ওপর কাঁচা-পাকা দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছিল কিছু অবৈধ দখলদার। উচ্ছেদ অভিযানে ওই দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ। 

চট্টগ্রাম রাইফেল ক্লাবের সামনে অবৈধ দোকানঘর উচ্ছেদ করে জেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ দখলকারীরা ক্লাবের সীমানাপ্রাচীর ভেঙে সেখানে দোকান নির্মাণ করে জায়গাটি দীর্ঘদিন ধরে বেদখলে রেখেছিল। আজ (রোববার) অভিযান পরিচালনা করে অবৈধ দখলদার ও দোকানগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর সেখানে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে।’ অভিযানের মাধ্যমে পাঁচ কোটি টাকার সম্পত্তি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত