সাবেক হুইপ সামশুলসহ পরিবারের ৬ সদস্যের ব্যাংক ও সম্পদের হিসাব চাইল দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩: ০০
সাবেক হুইপ সামশুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ার সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীসহ তাঁর পরিবারের ছয় সদস্যের ব্যাংক হিসাব ও তাঁদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক মো. আতিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক হুইপ সামশুল হক চৌধুরী ছাড়াও পরিবারের বাকি সদস্যরা হলেন—সামশুল হকের স্ত্রী কামরুন নাহার চৌধুরী, ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন, মেয়ে তাকলিমা নাছরিন চৌধুরী, তাহমিনা নাসরিন চৌধুরী, ভাই ফজলুল হক চৌধুরী ও মজিবুল হক চৌধুরী।

সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক এমপি-মন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এর মধ্যে চট্টগ্রাম-১২ আসনের সাবেক এমপি সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিপুল অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।

দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক মো. আতিকুল আলম বলেন, ‘অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন দপ্তরে এবং ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুদক। তথ্য পাওয়ার পর এ বিষয়ে যাচাই-বাছাই করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত