সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন খায়রুল আনম চৌধুরী সেলিম। নওয়াবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনে ৬১ কেন্দ্রে আতাহার ইশরাক শাবাব চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট। ১ হাজার ৯৪১ ভোট পুনর্নিরীক্ষণের দাবি জানিয়েছেন তিনি।
ভোট পুনর্গণনার দাবি তোলা কেন্দ্রগুলো হলো চর মহিউদ্দিন উচ্চবিদ্যালয়, চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মহিউদ্দিন এন এ প্রো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্বাচনে খায়রুল আনম চৌধুরী সেলিমের প্রতীক ছিল দোয়াত-কলম। আর বিজয়ী প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর প্রতীক ছিল আনারস।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে তিনি অভিযোগ দিয়েছেন। তবে এটি আমাদের দেখার বিষয় না। এ বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দিতে হবে।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ২৫ হাজার ১৮৮ ভোটের মধ্যে মোট ৭৬ হাজার ৫০৭ ভোট পড়েছে। এর মধ্যে ১ হাজার ৯১৪ অবৈধ ভোট বাদ দিয়ে ৭৪ হাজার ৫৯৩ বৈধ ভোট গণনা করা হয়েছে।
উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন খায়রুল আনম চৌধুরী সেলিম। নওয়াবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনে ৬১ কেন্দ্রে আতাহার ইশরাক শাবাব চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট। ১ হাজার ৯৪১ ভোট পুনর্নিরীক্ষণের দাবি জানিয়েছেন তিনি।
ভোট পুনর্গণনার দাবি তোলা কেন্দ্রগুলো হলো চর মহিউদ্দিন উচ্চবিদ্যালয়, চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মহিউদ্দিন এন এ প্রো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্বাচনে খায়রুল আনম চৌধুরী সেলিমের প্রতীক ছিল দোয়াত-কলম। আর বিজয়ী প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর প্রতীক ছিল আনারস।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে তিনি অভিযোগ দিয়েছেন। তবে এটি আমাদের দেখার বিষয় না। এ বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দিতে হবে।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ২৫ হাজার ১৮৮ ভোটের মধ্যে মোট ৭৬ হাজার ৫০৭ ভোট পড়েছে। এর মধ্যে ১ হাজার ৯১৪ অবৈধ ভোট বাদ দিয়ে ৭৪ হাজার ৫৯৩ বৈধ ভোট গণনা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৯ দিনমজুরের বাড়ি পুড়ে গেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলা চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শিশু মাদ্রাসাছাত্রীকে (৭) ধর্ষণের চেষ্টাকারী এক কিশোরকে (১৭) পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবার। আজ সোমবার দুপুরে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় তাকে পুলিশের হাতে তুলে দেন তার প্রবাসী বাবা।
১০ মিনিট আগেখুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। আজ সোমবার বেলা পৌনে ২টায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।
১৩ মিনিট আগেশ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে