চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আহত বাস চালকের আব্দুল মান্নানের মৃত্যু হয়।
এর আগে ঘটনাস্থলে নারীসহ দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজন। আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের লালব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলা চিরিংগা ইউনিয়নের পালাকাটা গ্রামের জমির আহমদের স্ত্রী রুবিতা আক্তার (২৬), চট্টগ্রামের পাঁচলাইশ হামজারবাগ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে ও পিকআপ ভ্যানচালক আবদুল শুক্কুর মুন্না (৪০) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর গ্রামের কবির আহমদের ছেলে বশির মিয়া (৩৫) ও হারবাং ইউনিয়নের জমিদারপাড়ার মৃত শামসুল ইসলামের ছেলে ও বাসচালক আব্দুল মান্নান (৩৫)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় কক্সবাজারমুখী একটি কোম্পানির ওষুধ পরিবহনের পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক ও এক নারী নিহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, ‘হারবাং লালব্রিজের অদূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের একজন বাস গাড়ির চালক চট্টগ্রামে নেওয়ার পথে মারা যায়।’
চিরিংগা হাইওয়ে থানার (পরিদর্শক) মাহবুবুল হক ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে দুজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও পিকআপভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আহত বাস চালকের আব্দুল মান্নানের মৃত্যু হয়।
এর আগে ঘটনাস্থলে নারীসহ দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজন। আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের লালব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলা চিরিংগা ইউনিয়নের পালাকাটা গ্রামের জমির আহমদের স্ত্রী রুবিতা আক্তার (২৬), চট্টগ্রামের পাঁচলাইশ হামজারবাগ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে ও পিকআপ ভ্যানচালক আবদুল শুক্কুর মুন্না (৪০) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর গ্রামের কবির আহমদের ছেলে বশির মিয়া (৩৫) ও হারবাং ইউনিয়নের জমিদারপাড়ার মৃত শামসুল ইসলামের ছেলে ও বাসচালক আব্দুল মান্নান (৩৫)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় কক্সবাজারমুখী একটি কোম্পানির ওষুধ পরিবহনের পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক ও এক নারী নিহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, ‘হারবাং লালব্রিজের অদূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের একজন বাস গাড়ির চালক চট্টগ্রামে নেওয়ার পথে মারা যায়।’
চিরিংগা হাইওয়ে থানার (পরিদর্শক) মাহবুবুল হক ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে দুজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও পিকআপভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩৮ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে