চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এ ড. রেদোয়ান আহমেদসহ চারজনের জামিনের আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা।
জানা যায়, গতকাল সোমবার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। বেলা ১টার পর স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন। আড়াইটার দিকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে কথা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতারা একই স্থানে এলডিপিকে অনুষ্ঠান করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবে না বলে জানান।
কিছুক্ষণ পর রেদোয়ান আহমেদ গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় ছাত্রলীগের এক কর্মী তাঁর গাড়িতে তরমুজ দিয়ে ঢিল ছোড়েন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ওই মামলায় রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা শিপন বলেন, ‘ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে রেদোয়ান আহমেদ হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি চালান। বিজ্ঞ আদালতকে আমরা জামিনের বিরোধিতা করে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক আমাদের যুক্তিতর্ক আমলে নিয়ে রেদোয়ান আহমেদ ও তাঁর সঙ্গীয় আরও তিন আসামির জামিন নামঞ্জুর করেন।’
কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এ ড. রেদোয়ান আহমেদসহ চারজনের জামিনের আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা।
জানা যায়, গতকাল সোমবার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। বেলা ১টার পর স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন। আড়াইটার দিকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে কথা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতারা একই স্থানে এলডিপিকে অনুষ্ঠান করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবে না বলে জানান।
কিছুক্ষণ পর রেদোয়ান আহমেদ গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় ছাত্রলীগের এক কর্মী তাঁর গাড়িতে তরমুজ দিয়ে ঢিল ছোড়েন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ওই মামলায় রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা শিপন বলেন, ‘ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে রেদোয়ান আহমেদ হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি চালান। বিজ্ঞ আদালতকে আমরা জামিনের বিরোধিতা করে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক আমাদের যুক্তিতর্ক আমলে নিয়ে রেদোয়ান আহমেদ ও তাঁর সঙ্গীয় আরও তিন আসামির জামিন নামঞ্জুর করেন।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে