Ajker Patrika

নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২০: ৪৪
নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চৌমুহনী, মাইজদী ও সোনাইমুড়ী ফায়ার স্টেশনের আটটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ শুক্রবার রাত পৌনে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের সামনের রেল গেইট সুপার (ডিওসি) মার্কেট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ইলেকট্রিক পণ্যের সবচেয়ে বড় মার্কেট চৌমুহনীর রেল গেইট সুপার মার্কেট। আজ সন্ধ্যায় ওই মার্কেটের কোনো একটি ইলেকট্রিক দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় লোকজনসহ চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরবর্তীকালে তাঁদের সঙ্গে যুক্ত হয় মাইজদী ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত