Ajker Patrika

পাহাড় থেকে পা পিছলে আহত পর্যটক, ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল ফায়ার সার্ভিস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২২, ১১: ২১
পাহাড় থেকে পা পিছলে আহত পর্যটক, ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল ফায়ার সার্ভিস

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনা দেখতে গিয়ে পাহাড় থেকে পা পিছলে ডান পা ভেঙে মারাত্মকভাবে আহত হন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মো. জলিল মোল্লা (২৪)। ঘটনার পর সঙ্গে থাকা বন্ধুরা তাঁকে উদ্ধারে সহায়তা পেতে ৯৯৯-এ ফোন করেন। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত পর্যটক রাজশাহী জেলার বাগমারা থানার ঝাড়গ্রাম এলাকার বাসিন্দা এবং ঢাকা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী।

শুক্রবার রাত ১০টায় উপজেলার বড় দারোগাহাট এলাকার রূপসী ঝরনাসংলগ্ন গহিন পাহাড় থেকে তাঁকে উদ্ধার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল। 

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ঢাকা সিটি ইউনিভার্সিটিতে পড়ুয়া ৪০ জনের একটি পর্যটক দল শুক্রবার বিকেলে সীতাকুণ্ডে আসে। দলটি বড় দারোগার হাট এলাকার পাহাড়ের রূপসী ঝরনা দেখতে একসঙ্গে ভেতর যায়। ঝরনা দেখতে পাহাড় বেয়ে ওপরে ওঠার সময় হঠাৎ পাহাড়ের প্রায় ৩০০ মিটার উচ্চতা থেকে পা পিছলে নিচে পড়ে যান জলিল মোল্লা। এ সময় তাঁর ডান পা ভেঙে যায় এবং গুরুতর আহত হন। ঘটনার পর তাঁর সঙ্গে থাকা পর্যটক দল চিন্তিত হয়ে পড়ে। এ সময় তারা বন্ধুকে উদ্ধারের জন্য সহায়তা পেতে ৯৯৯-এ ফোন করে। এরপর বিষয়টি সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে জানালে স্থানীয়দের সহায়তায় গহিন পাহাড় থেকে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় অভিযান চালিয়ে আহত পর্যটক জলিল মোল্লাসহ ৪০ পর্যটককে উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল জানান, ঝরনাটি গহিন পাহাড়ে দুর্গম স্থানে হওয়ায় এখানে রাতে কেউ যায় না। পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে পায়ে হেঁটে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় লাগে এ ঝরনায় যেতে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ মাধ্যমে খবর পেয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পা পিছলে পড়ে আহত হওয়া পর্যটকসহ ৪০ জন পর্যটককে উদ্ধার করা হয়য়। পরে আহত পর্যটককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, আহত পর্যটককে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত