সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে বাস ও মাইক্রোবাসের রেষারেষি নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে। শ্যামলী পরিবহনের একটি বাস আগে যাওয়ার প্রতিযোগিতা করতে গিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় বলে অভিযোগ উঠেছে। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খায়। পরে দুই যানবাহনের যাত্রীরা পাল্টাপাল্টি ভাঙচুর চালান।
আজ শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাইক্রোবাসের যাত্রীরা শ্যামলী পরিবহনের বাসটিতে ভাঙচুর চালান। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্য একটি মাইক্রোবাসের যাত্রীরাও এই ভাঙচুরে অংশ নেন। প্রথম দফায় মাইক্রোবাসের যাত্রীরা বাসে ভাঙচুর চালালেও পড়ে বাসের যাত্রীরা নেমে পাল্টা হামলা চালিয়ে মাইক্রোবাস দুটির গ্লাস ভেঙে দেন।
এদিকে হামলা চলাকালে বাসে থাকা শিশু ও নারী যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এ সময় ভয়ে নারীদের চিৎকারের পাশাপাশি শিশুরা কান্না করতে থাকে। হামলার পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উভয় পক্ষকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বার আউলিয়া হাইওয়ে থানা-পুলিশ জানিয়েছে, তারা দুই যানবাহনের যাত্রীদের পাল্টাপাল্টি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে সড়ক বিভাজনে ধাক্কা খাওয়া মাইক্রোবাসের পাশাপাশি ভাঙচুর করা শ্যামলী পরিবহনের বাসটি থানা হেফাজতে নিয়ে যায়।
শ্যামলী পরিবহনের যাত্রী মাইনুল হোসেন বলেন, মহাসড়কের সুলতানা মন্দির এলাকা অতিক্রমের আগমুহূর্তে শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে আরেকটি বাসের প্রতিযোগিতা শুরু হয়। সেই সঙ্গে প্রতিযোগিতায় নামে একটি মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসটি পেছনে থাকা আরেকটি বাস থেকে রক্ষা পেতে সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এরপর মাইক্রোবাসের যাত্রীরা বেরিয়ে বাসচালকের ওপর অতর্কিত হামলা করেন।
শ্যামলী পরিবহন বাসের সুপারভাইজার রুহুল আমিন জানান, তাঁদের বাসটি আরেকটি বাসকে ওভারটেক করার সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া মাইক্রোবাসে হালকা ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ ঘটনার পর বাসচালক দাঁড়িয়ে তাঁদের কাছে ক্ষমা চাইলেও তাঁরা (যাত্রীরা) তা উপেক্ষা করে বাসে ভাঙচুর চালান। পাশাপাশি তাঁদের পেছনে থাকা অন্য মাইক্রোবাসকে মোবাইল ফোনে ডেকে এনে বাসে ভাঙচুর চালান।
নাম প্রকাশে অনিচ্ছুক দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের এক যাত্রী বলেন, ‘আমাদের মাইক্রোবাসটি সড়ক বিভাজকের ওপর উঠে গেলেও আমরা বাসে ভাঙচুর চালাইনি। কিন্তু চালকের অশোভন আচরণের কারণে আমাদের পেছনে থাকা মাইক্রোবাসের তরুণেরা গাড়ি থামিয়ে ভাঙচুর করেছেন। ভাঙচুর শেষে তাঁরা ঘটনাস্থল থেকে চলে গেছেন।’
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন আজকের পত্রিকাকে বলেন, ওভারটেকের প্রতিযোগিতা করতে গিয়ে একটি মাইক্রোবাস সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাসচালক ও মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের যাত্রীদের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে।
আবদুল মমিন আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। সেখান থেকে মাইক্রোবাস ও শ্যামলী পরিবহনের বাসটি এনে থানা হেফাজতে রাখা হয়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। যদি তাঁরা মীমাংসা করতে রাজি না হন, তাহলে এই ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে বাস ও মাইক্রোবাসের রেষারেষি নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে। শ্যামলী পরিবহনের একটি বাস আগে যাওয়ার প্রতিযোগিতা করতে গিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় বলে অভিযোগ উঠেছে। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খায়। পরে দুই যানবাহনের যাত্রীরা পাল্টাপাল্টি ভাঙচুর চালান।
আজ শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাইক্রোবাসের যাত্রীরা শ্যামলী পরিবহনের বাসটিতে ভাঙচুর চালান। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্য একটি মাইক্রোবাসের যাত্রীরাও এই ভাঙচুরে অংশ নেন। প্রথম দফায় মাইক্রোবাসের যাত্রীরা বাসে ভাঙচুর চালালেও পড়ে বাসের যাত্রীরা নেমে পাল্টা হামলা চালিয়ে মাইক্রোবাস দুটির গ্লাস ভেঙে দেন।
এদিকে হামলা চলাকালে বাসে থাকা শিশু ও নারী যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এ সময় ভয়ে নারীদের চিৎকারের পাশাপাশি শিশুরা কান্না করতে থাকে। হামলার পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উভয় পক্ষকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বার আউলিয়া হাইওয়ে থানা-পুলিশ জানিয়েছে, তারা দুই যানবাহনের যাত্রীদের পাল্টাপাল্টি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে সড়ক বিভাজনে ধাক্কা খাওয়া মাইক্রোবাসের পাশাপাশি ভাঙচুর করা শ্যামলী পরিবহনের বাসটি থানা হেফাজতে নিয়ে যায়।
শ্যামলী পরিবহনের যাত্রী মাইনুল হোসেন বলেন, মহাসড়কের সুলতানা মন্দির এলাকা অতিক্রমের আগমুহূর্তে শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে আরেকটি বাসের প্রতিযোগিতা শুরু হয়। সেই সঙ্গে প্রতিযোগিতায় নামে একটি মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসটি পেছনে থাকা আরেকটি বাস থেকে রক্ষা পেতে সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এরপর মাইক্রোবাসের যাত্রীরা বেরিয়ে বাসচালকের ওপর অতর্কিত হামলা করেন।
শ্যামলী পরিবহন বাসের সুপারভাইজার রুহুল আমিন জানান, তাঁদের বাসটি আরেকটি বাসকে ওভারটেক করার সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া মাইক্রোবাসে হালকা ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ ঘটনার পর বাসচালক দাঁড়িয়ে তাঁদের কাছে ক্ষমা চাইলেও তাঁরা (যাত্রীরা) তা উপেক্ষা করে বাসে ভাঙচুর চালান। পাশাপাশি তাঁদের পেছনে থাকা অন্য মাইক্রোবাসকে মোবাইল ফোনে ডেকে এনে বাসে ভাঙচুর চালান।
নাম প্রকাশে অনিচ্ছুক দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের এক যাত্রী বলেন, ‘আমাদের মাইক্রোবাসটি সড়ক বিভাজকের ওপর উঠে গেলেও আমরা বাসে ভাঙচুর চালাইনি। কিন্তু চালকের অশোভন আচরণের কারণে আমাদের পেছনে থাকা মাইক্রোবাসের তরুণেরা গাড়ি থামিয়ে ভাঙচুর করেছেন। ভাঙচুর শেষে তাঁরা ঘটনাস্থল থেকে চলে গেছেন।’
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন আজকের পত্রিকাকে বলেন, ওভারটেকের প্রতিযোগিতা করতে গিয়ে একটি মাইক্রোবাস সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাসচালক ও মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের যাত্রীদের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে।
আবদুল মমিন আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। সেখান থেকে মাইক্রোবাস ও শ্যামলী পরিবহনের বাসটি এনে থানা হেফাজতে রাখা হয়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। যদি তাঁরা মীমাংসা করতে রাজি না হন, তাহলে এই ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
রাজধানীর পল্লবী থানার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ওপর থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২১ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনা রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দাবি, এতে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয়। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদের কিছু তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে...
৩৯ মিনিট আগেসুবিশাল দৃষ্টিনন্দন ভবন। ভবনের গায়ে বড় করে লেখা রয়েছে ‘বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণনকেন্দ্র’। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল বীজ বিপণন ও সংরক্ষণের জন্য হিমাগার। ভবনের সামনে রয়েছে ফুল মোড়কজাত (প্যাকেজিং) ও বিক্রির জন্য পাকা মেঝে এবং টিনের ছোট ছোট ছাউনি (শেড)। তবে যে কারণে এত সুযোগ-সুবিধার আয়োজন,
১ ঘণ্টা আগেকক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তুলে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করার অভিযোগ উঠেছে ফটোগ্রাফারদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে পৃথক অভিযান চালিয়ে ১৭টি ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।
১ ঘণ্টা আগে