নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ২৪ ঘণ্টা পার না হতেই আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন চৌধুরী নদভীর পক্ষে চালানো গণসংযোগে হামলা হয়েছে। এতে নদভীর শ্যালকসহ অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় ও গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চরতি ইউনিয়নের কাটাখালী ব্রিজ এলাকায় পৃথক এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এ হামলার জন্য স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব ও তাঁর সমর্থকদের দায়ী করেছেন।
অন্যদিকে আব্দুল মোতালেবের প্রধান সমন্বয়ক ডাক্তার আ ম ম মিনহাজুর রহমান দাবি করেছেন, নদভীর সমর্থকদের ওপর কোনো হামলা তাঁরা করেনি। বরং নদভী সমর্থকেরা জনরোষের শিকার হয়েছেন বলে দাবি তাঁর।
বৃহস্পতিবার ওই হামলায় নদভীর শ্যালক চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী (৫০), সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান (৩৫), পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল (৫৫) ও যুবলীগ নেতা কচির আহমদ কায়সার (৪৫) রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী ও শ্যালক রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে চরতির কাটাখালী এলাকায় গণসংযোগ চলছিল। এ সময় লাঠিসোঠা নিয়ে ৪০–৫০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। এতে আহতদের রাতে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর রাতে সাতকানিয়ায় এক সংবাদ সম্মেলনে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, ‘ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের জন্য স্বতন্ত্র প্রার্থী মোতালেবের নির্দেশে হামলা করা হয়েছে।’
তবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের প্রধান নির্বাচন সমন্বয়ক ডাক্তার আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী স্থানীয় লোকজনকে কটাক্ষ করে কথা বলেছেন। তাঁর ভাইয়ের নানা অপকর্মে এলাকার লোকজন ক্ষুব্ধ ছিল। এজন্য তাঁরা জনরোষের শিকার হয়েছেন। আমাদের নেতা-কর্মীরা এর সঙ্গে জড়িত নয়।’
এর আগের দিন বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের সমর্থক পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলামের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়েন। এই ঘটনার জন্য নদভীর সমর্থকদের দায়ী করে মোতালেব।
এদিকে এ দুটি ঘটনার পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘দুই ঘটনায় তদন্ত চলছে। তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ২৪ ঘণ্টা পার না হতেই আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন চৌধুরী নদভীর পক্ষে চালানো গণসংযোগে হামলা হয়েছে। এতে নদভীর শ্যালকসহ অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় ও গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চরতি ইউনিয়নের কাটাখালী ব্রিজ এলাকায় পৃথক এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এ হামলার জন্য স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব ও তাঁর সমর্থকদের দায়ী করেছেন।
অন্যদিকে আব্দুল মোতালেবের প্রধান সমন্বয়ক ডাক্তার আ ম ম মিনহাজুর রহমান দাবি করেছেন, নদভীর সমর্থকদের ওপর কোনো হামলা তাঁরা করেনি। বরং নদভী সমর্থকেরা জনরোষের শিকার হয়েছেন বলে দাবি তাঁর।
বৃহস্পতিবার ওই হামলায় নদভীর শ্যালক চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী (৫০), সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান (৩৫), পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল (৫৫) ও যুবলীগ নেতা কচির আহমদ কায়সার (৪৫) রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী ও শ্যালক রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে চরতির কাটাখালী এলাকায় গণসংযোগ চলছিল। এ সময় লাঠিসোঠা নিয়ে ৪০–৫০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। এতে আহতদের রাতে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর রাতে সাতকানিয়ায় এক সংবাদ সম্মেলনে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, ‘ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের জন্য স্বতন্ত্র প্রার্থী মোতালেবের নির্দেশে হামলা করা হয়েছে।’
তবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের প্রধান নির্বাচন সমন্বয়ক ডাক্তার আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী স্থানীয় লোকজনকে কটাক্ষ করে কথা বলেছেন। তাঁর ভাইয়ের নানা অপকর্মে এলাকার লোকজন ক্ষুব্ধ ছিল। এজন্য তাঁরা জনরোষের শিকার হয়েছেন। আমাদের নেতা-কর্মীরা এর সঙ্গে জড়িত নয়।’
এর আগের দিন বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের সমর্থক পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলামের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়েন। এই ঘটনার জন্য নদভীর সমর্থকদের দায়ী করে মোতালেব।
এদিকে এ দুটি ঘটনার পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘দুই ঘটনায় তদন্ত চলছে। তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৪ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে