নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিখোঁজের তিন দিন পর চট্টগ্রাম বন্দর থেকে চীনা নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
ওই নাবিকের নাম ঝাং মিন ইয়ান (৪১)। তিনি জাহাজটিতে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে দুর্ঘটনা প্রতিরোধের মহড়ার সময় চীনা পতাকাবাহী জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা এমভি ক্যাং হুয়ান জাহাজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও বন্দরের নৌযান দিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে আজ সকালে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
চট্টগ্রাম বন্দর থেকে পাওয়া তথ্য মতে, গত ২৬ ডিসেম্বর ওই নাবিক জাহাজটিতে যোগদান করেন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে পাথর নিয়ে গত রোববার বন্দর জলসীমায় পৌঁছায়।
এই বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজটিতে দুর্ঘটনা প্রতিরোধে মহড়ার সময় ১৬ জন নাবিক জাহাজে থাকা লাইফবোটে চড়েন। হঠাৎ করে জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যান। এ সময় ১৫ জন নাবিককে উদ্ধার হলেও একজনকে উদ্ধার করা যায়নি। সেই নিখোঁজ নাবিক ঝাং মিন ইয়ানকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়।
এ ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান বন্দরের এই কর্মকর্তা।
নিখোঁজের তিন দিন পর চট্টগ্রাম বন্দর থেকে চীনা নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
ওই নাবিকের নাম ঝাং মিন ইয়ান (৪১)। তিনি জাহাজটিতে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে দুর্ঘটনা প্রতিরোধের মহড়ার সময় চীনা পতাকাবাহী জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা এমভি ক্যাং হুয়ান জাহাজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও বন্দরের নৌযান দিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে আজ সকালে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
চট্টগ্রাম বন্দর থেকে পাওয়া তথ্য মতে, গত ২৬ ডিসেম্বর ওই নাবিক জাহাজটিতে যোগদান করেন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে পাথর নিয়ে গত রোববার বন্দর জলসীমায় পৌঁছায়।
এই বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজটিতে দুর্ঘটনা প্রতিরোধে মহড়ার সময় ১৬ জন নাবিক জাহাজে থাকা লাইফবোটে চড়েন। হঠাৎ করে জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যান। এ সময় ১৫ জন নাবিককে উদ্ধার হলেও একজনকে উদ্ধার করা যায়নি। সেই নিখোঁজ নাবিক ঝাং মিন ইয়ানকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়।
এ ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান বন্দরের এই কর্মকর্তা।
প্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
১৫ মিনিট আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
১ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
১ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘আওয়ামী লীগের মাথা পালিয়েছে কিন্তু লেজ এখনো দেশেই রয়ে গেছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।’
১ ঘণ্টা আগে