Ajker Patrika

আওয়ামী লীগের মাথা পালিয়েছে, লেজ রয়ে গেছে: আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আমান উল্লাহ আমান । ছবি: আজকের পত্রিকা
কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আমান উল্লাহ আমান । ছবি: আজকের পত্রিকা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘আওয়ামী লীগের মাথা পালিয়েছে কিন্তু লেজ এখনো দেশেই রয়ে গেছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ১৬ বছর জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। বলেছিলেন তিনি পালান না। কিন্তু তিনি পালিয়ে গেছেন। নেতাকর্মীদের দিকেও তাকাননি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা রয়ে গেছে। তারাই বিভিন্ন ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

নবিনবরণ অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন হজরতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আল আমিন টুলু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমউদ্দীন, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়ালিউল্লাহ সেলিম ও যুবদল নেতা আসিফ উজ্জ্বলসহ বিএনপি নেতাকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত