কাপ্তাই হ্রদে নৌকা ডুবে দুই পর্যটকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ২৪

রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী একটি নৌকা (বোট) ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক বাংলোর দক্ষিণে কাপ্তাই হ্রদে জেগে ওঠা গাছের গোড়ায় ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আরও তিন পর্যটকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হ্রদে ডুবে মারা যাওয়া পর্যটকেরা হলেন– পুষ্পরানী (৭১), চায়না রানী (৫৫)। দুজনেরই বাড়ি জয়পুর হাটের পাঁচবিবি এলাকায়। 

প্রত্যক্ষদর্শী রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তা কুতুব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বোটটি ৬০ জন পর্যটক নিয়ে ঝুলন্ত সেতু ঘুরে উন্নয়ন বোর্ড ঘাটের দিকে যাচ্ছিল। বোটটি ডিসি বাংলোর দিকে পৌঁছালে হ্রদে জেগে ওঠা গাছের গোড়ার ওপর উঠে যায়। এতে বোটের তলা ফেটে বোটটি অর্ধেক পানিতে ডুবে যায়।’ 

কুতুব উদ্দিন আরও বলেন, ‘এ সময় দুজন পর্যটক পানিতে ডুবে মারা যান। বাকি পর্যটকেরা বোটের ছাদে উঠে প্রাণে রক্ষা পান। এটি দেখে জেলা প্রশাসক কার্যালয় কর্মচারী ও পুলিশের সদস্যরা গিয়ে পর্যটকদের উদ্ধার করে। আঘাতপ্রাপ্তদের রাঙামাটি হাসপাতালে পাঠানো হয়।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত