নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আরও দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন আবদুর রহিম ও মো. আরিফ। এদের মধ্যে আবদুর রহিম ইসকন ভক্তপ্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছেন।
জবানবন্দিতে তাঁরা ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও ২৭ জন থাকার কথা স্বীকার করেছেন। এদিকে নতুন করে আরও দুই জনসহ মোট গ্রেপ্তার করা হয়েছে ২২০ জনকে।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই আসামির মধ্যে আব্দুর রহিম তাঁর জবানবন্দিতে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে ইসকন মন্দিরসহ অন্যান্য মন্দির ভাঙচুর এবং ইসকন মন্দিরে প্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছেন। পরদিন মন্দিরের পাশের পুকুরে প্রান্ত দাসের মরদেহ পাওয়া যায় বলে জবানবন্দিতে উল্লেখ করের তিনি।
জবানবন্দিতে আরও ২৭ জনের নাম উল্লেখ করেছেন আব্দুর রহিম। এ নিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া মোট সাত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান এসপি।
নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আরও দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন আবদুর রহিম ও মো. আরিফ। এদের মধ্যে আবদুর রহিম ইসকন ভক্তপ্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছেন।
জবানবন্দিতে তাঁরা ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও ২৭ জন থাকার কথা স্বীকার করেছেন। এদিকে নতুন করে আরও দুই জনসহ মোট গ্রেপ্তার করা হয়েছে ২২০ জনকে।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই আসামির মধ্যে আব্দুর রহিম তাঁর জবানবন্দিতে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে ইসকন মন্দিরসহ অন্যান্য মন্দির ভাঙচুর এবং ইসকন মন্দিরে প্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছেন। পরদিন মন্দিরের পাশের পুকুরে প্রান্ত দাসের মরদেহ পাওয়া যায় বলে জবানবন্দিতে উল্লেখ করের তিনি।
জবানবন্দিতে আরও ২৭ জনের নাম উল্লেখ করেছেন আব্দুর রহিম। এ নিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া মোট সাত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান এসপি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪৩ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে