ব্রাহ্মণবাড়িয়া ১ ও ২ আসনে আ.লীগের এমপিদের বিরুদ্ধে ৩ স্বতন্ত্র প্রার্থী আলোচনায়

মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৯: ৫১
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ২০: ৪৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ভোটের মাঠে মোট প্রার্থী ৪৫ জন। তাঁদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আলোচনায় রয়েছেন তিনজন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীরা অনেকটা জোরে এবার মাঠে নেমেছেন।

ভোটাররা বলছেন, এই দুই আসনে আওয়ামী লীগের প্রার্থীদের গলার কাঁটা স্বতন্ত্র প্রার্থীরা। কেননা আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী হতে হলে তাঁদের সঙ্গে কঠিন লড়াই করতে হবে। 

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তাঁদের অন্যতম বিএনপি চেয়ারপারসনের বহিষ্কৃত উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান। তিনি এই আসনে স্বতন্ত্র ও বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার নির্বাচন করেছেন। তবে বিজয়ী হতে পারেননি। 

এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন। তাঁর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের। ইতিমধ্যে আওয়ামী লীগের একটি অংশ সমর্থন জানিয়েছে স্বতন্ত্র প্রার্থী এ কে একরামুজ্জামানকে। 

এ ছাড়া নাসির নগরের ১৩টি ইউনিয়নের মধ্যে একাধিক চেয়ারম্যানও তাঁর সঙ্গে মাঠে নেমেছেন। পাশাপাশি নাসিরনগর উপজেলার শীর্ষ দুই-তিনজন ছাড়া মাঠপর্যায়ে বিএনপি নেতা-কর্মীরাও তাঁর সঙ্গে রয়েছেন। যদিও তাঁকে গত ২৮ নভেম্বর বিএনপি সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি। পরদিন ২৯ নভেম্বর তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা করে জেলা বিএনপি। 

এই ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান বলেন, ‘আমার বিষয়ে বিএনপি কী বলল, এই ব্যাপারে মন্তব্য করব না। আমি জনগণের মতামত নিয়ে নির্বাচনে এসেছি। আমি জনগণের মনোনীত প্রার্থী।’ 

এ আসনের ভোটার শামিম সরকার জানান, আওয়ামী লীগ প্রার্থীর গলার কাঁটা স্বতন্ত্র প্রার্থী  এ কে একরামুজ্জামন। কেননা, তিনি স্বতন্ত্র প্রার্থী না হলে সহজেই জিততে পারতেন। এখন তাঁকে ভোটের মাঠে লড়াই করতে হবে। 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে। তাঁদের মধ্যে দুজন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তাঁরা হলেন দুবারের মহাজোটের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত জিয়াউল হক মৃধা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহজাহান আলম সাজু। 

স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা মহাজোটের সমর্থনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ২০০৮, ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৩ সালে এই আসনে উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তিনি আর জয়ী হতে পারেননি। 

আরেক প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন। সাবেক এই ছাত্রলীগ নেতা ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন। এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রস্তুতিও নিচ্ছেন ভোটের লড়াইয়ের জন্য। 

স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা বলেন, ‘এই আসনে দুবার সংসদ সদস্য ছিলাম। আমি রওশন এরশাদপন্থী, তাই আমাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’ 

স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন বলেন, ‘আমি দীর্ঘদিন মাঠে-ময়দানে জনগণের সঙ্গে কাজ করেছি। তৃণমূল পর্যায়ে আমার রয়েছে গভীর যোগাযোগ। বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলাম। সামান্য ভোটে হেরেছি। জনগণের চাপে এবার আবারও প্রার্থী হয়েছি।’ 

এই আসনের ভোটার আবুল কাশেম জানান, এই আসনটি দুটি উপজেলা নিয়ে গঠিত। আশুগঞ্জে ভোট কম, সরাইলে ভোট বেশি। ফলে আওয়ামী লীগ প্রার্থী শাজাহান আলম সাজুর নিজ উপজেলায় আশুগঞ্জে বাড়ি মঈন উদ্দিনের। এই দুই প্রার্থী ভোটের ভাগাভাগি সুবিধা নেবে সরাইলে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা। 

বাদ পড়লেন স্বতন্ত্র প্রার্থী ফিরোজ: 
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন ফিরোজুর রহমান। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী। এই নির্বাচনে তাঁর সঙ্গে ভোটের লড়াই হওয়ার কথা ছিল স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের সঙ্গে। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় ফিরোজুর রহমানের মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী এলাকার ভোটারের ১ শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। নির্বাচন কমিশন থেকে দৈবচয়নের ভিত্তিতে যে ১০ জন ভোটারের স্বাক্ষর যাচাই করা হয়। এর মধ্যে একজন ভোটার স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানকে স্বাক্ষর দেননি বলে প্রমাণিত হয়েছে। তাই তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান। তিনি বলেন, ‘বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী ও তাঁর ব্যক্তিগত সহকারী আবু মুছা আনছারির চক্রান্তে আমার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। আমি নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত