Ajker Patrika

এবার অপহৃত ব্যবসায়ীর খোঁজ পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন মা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ১৭
এবার অপহৃত ব্যবসায়ীর খোঁজ পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন মা

প্রায় সোয়া দুই বছরেও অপহৃত ব্যবসায়ী কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা নূর উদ্দিন সাগরের (২৩) খোঁজ মেলেনি। এ ঘটনায় অপহরণকারীদের দাবি অনুযায়ী স্বজনেরা মুক্তিপণ দিলেও তিনি ছাড়া পাননি। শেষে মামলা হলে তারও দৃশ্যমান অগ্রগতি নেই। তাই এবার তাঁর মা প্রধানমন্ত্রীর কাছে নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে সহায়তা চেয়েছেন।

অপহৃত সাগরের মা নুরনাহার বেগম বলেন, ‘দুই বছরের বেশি সময় পার হলো। ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে জানি না। জীবিত বা মৃত আমি ছেলেকে দেখতে চাই। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।’

সাগরের বাবা নূর আহম্মেদ বলেন, ‘ছেলের শোকে আমার স্ট্রোক হয়েছে। তার সন্ধানের জন্য পুলিশ যখন যা বলেছে, তা-ই করেছি। পুলিশের পর মামলাটি পিবিআই তদন্ত করলেও কোনো অগ্রগতি নেই। ছেলের সন্ধান না পাওয়ায় আমার পুরো পরিবার উৎকণ্ঠা নিয়ে দিন পার করছি। এ বিষয়ে প্রশাসনের কাছে মামলার দৃশ্যমান অগ্রগতি কামনা করছি।’

মামলার বিবরণে জানা গেছে, ব্যবসায়ী নূর উদ্দিন সাগরের বাবা কাতারপ্রবাসী নূর আহম্মেদ আট বছর আগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লালটিলার প্রায় ১৯ একর জমি কেনেন। সেখানে তাঁর ছেলে নূর উদ্দিন সাগর খামার করে গরু, ছাগল ও মুরগি পালন করছিলেন। ২০২১ সালের ২৩ মে রাতে অপহরণের শিকার হন তিনি। পরে তাঁর মোবাইল ফোন থেকে বাবার ইমু নম্বরে একটি ভয়েস রেকর্ড পাঠানো হয়। সেখানে সাগর বলেন, ‘আসসালামু আলাইকুম। আব্বা, আমারে শান্তিবাহিনী নিয়া গেছে। পুলিশ, আর্মি, প্রশাসন কাউকে বলবেন না। আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝছেননি? আর হেতারা যেইটা বলে সেইটা শুইনেন।’

একই বার্তা সাগরের আরেক ভাই কুয়েতপ্রবাসী রাজু আহম্মেদকেও পাঠানো হয়। ঘটনার পরদিন ২৪ মে সাগর তাঁর বড় বোন তাহমিনার মোবাইল নম্বরে ফোন করে অপহরণকারীদের বিকাশসহ বিভিন্ন মাধ্যমে ৫ লাখ টাকা পাঠাতে বলেন। পরে সাগর আবার ফোন করে জানান, টাকা পাঠাতে দেরি করায় অপহরণকারীরা তাঁর দুই আঙুল কেটে ফেলেছে। পরে বিভিন্ন মাধ্যমে অপহরণকারীদের তিন লাখ টাকা দেওয়া হয়। অপহরণকারীরা তাঁদের জানায়, আরও দুই লাখ টাকা রেডি রাখতে, তারা সাগরকে ফেরত দিতে নিয়ে আসবে। কিন্তু এর পর থেকে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে অপহৃত নূর উদ্দিন সাগরের ভাই মো. সালাউদ্দিন বাদী হয়ে ৩ জুন মানিকছড়ি থানায় অপহরণ মামলা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলার কিছু আলামত ও সন্দেহভাজন কিছু লোককে শনাক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে এসব যাচাই করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত