Ajker Patrika

চাঁদাবাজিকে অধিকার মনে করে চাঁদাবাজেরা: আসিফ মাহমুদ

 কুমিল্লা প্রতিনিধি 
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৯: ৫৭
মুরাদনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা
মুরাদনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শতসহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি–সন্ত্রাসের ঘটনা চলমান আছে।

ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, অনেকে মনে করে, চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব। যে কেউ একটা টোকেন ধরিয়ে দিল, আমাকে ৫০ টাকা, ১০০ টাকা দিতে হবে।’

আবার যারা চাঁদা নেয়, তারা মনে করে এটা তাদের অধিকার। কারণ, দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না। ওই চাঁদাবাজদের স্পষ্ট করে একটা বার্তা দিতে চাই, জুলাই গণ-অভ্যুত্থানের পরে পূর্ববর্তী কোনো প্র্যাকটিস আর বরদাশত করা হবে না।’  

আজ বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘অন্তর্বর্তী সরকার চায় গণ-অভ্যুত্থানের শহীদেরা জীবন দিয়েছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। সে বাংলাদেশ বাস্তবায়নে পূর্ববর্তী সময়ের চাঁদাবাজি, মাদক কারবারসহ যে বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, সেগুলো খুব শক্ত হাতে দমন করা হবে।’

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আমরা সারা দেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই, আপনারা যেখানেই চাঁদাবাজি দেখবেন, বিভিন্ন সমিতির নামে টোকেনের মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে, সেখানেই প্রতিবাদ করবেন এবং রুখে দেবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ও সমন্বয়ক উবায়দুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান ও গোলাম মোস্তফা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত