চট্টগ্রামে এসবিএন ই-কমার্সের প্রতারণা, ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৯: ৩২

চট্টগ্রামে পণ্য সরবরাহের নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এসবিএন নামের একটি ই–কমার্স প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। নগরের কোতোয়ালি চেরাগী পাহাড় এলাকার শাহাব উদ্দিন (৩১) আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে নালিশি মামলাটি করেন। 

আদালত এ ব্যাপারে তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। 

অভিযুক্তরা হলেন-প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুকান্ত বাবুল নাথ (৩৯), ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত বাবুল নাথ তপু (৩২), পরিচালক কানা দেবী (৪৪) ও তাঁদের সহযোগী বেলায়েত হোসেন (৩৫)। 

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাদীর আইনজীবী মো. শফিকুল কবির বলেন, গত বছরের ১ আগস্ট থেকে বিভিন্ন সময়ে বাদী নিজে ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নিয়ে আসামিদের ১৮ লাখ ৪২ হাজার টাকা দেন। টাকার বিপরীতে পণ্য এবং লভ্যাংশ দেওয়ার কথা ছিল। কিন্তু আসামিরা কিছুই দেয়নি। অপরদিকে নির্দিষ্ট সময়ে পণ্য না পেয়ে টাকা ফেরত চাইলে আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দেয়। তাই বাদী বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত