হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় জেলেপল্লি পরিদর্শন করেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী প্রশাসক কান্নি উইগনারাজা।
আজ রোববার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে বসবাস করা জেলেপল্লি পরিদর্শন করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাফিউল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মিয়া মো. মাইনুল কবির, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এবং ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে হাতিয়ার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের মাঠে অবতরণ করেন জাতিসংঘের এই সহকারী মহাসচিব। পরে পাশের একটি জেলেপল্লিতে গিয়ে জেলেদের জীবনমান সম্পর্কে ধারণা নেন। এ সময় তিনি জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলেরা তাঁকে পেশায় ঝুঁকি ও বসবাসের স্থানটি দুর্যোগসহনীয় নয় বলে জানান।
পরে উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে প্রতিনিধিদলটি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জাতিসংঘের সহকারী মহাসচিব বলেন, ‘আমরা এসেছি কিছু দেওয়ার জন্য নয়, আপনাদের জীবনমান সম্পর্কে জানার জন্য। কীভাবে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, তা নিয়ে আমরা কাজ করব আগামীতে।’
এদিকে দুপুরে প্রতিনিধিদলটি হেলিকপ্টারে ভাসনচরের উদ্দেশে চলে যায়। বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
নোয়াখালী হাতিয়ায় জেলেপল্লি পরিদর্শন করেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী প্রশাসক কান্নি উইগনারাজা।
আজ রোববার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে বসবাস করা জেলেপল্লি পরিদর্শন করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাফিউল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মিয়া মো. মাইনুল কবির, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এবং ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে হাতিয়ার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের মাঠে অবতরণ করেন জাতিসংঘের এই সহকারী মহাসচিব। পরে পাশের একটি জেলেপল্লিতে গিয়ে জেলেদের জীবনমান সম্পর্কে ধারণা নেন। এ সময় তিনি জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলেরা তাঁকে পেশায় ঝুঁকি ও বসবাসের স্থানটি দুর্যোগসহনীয় নয় বলে জানান।
পরে উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে প্রতিনিধিদলটি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জাতিসংঘের সহকারী মহাসচিব বলেন, ‘আমরা এসেছি কিছু দেওয়ার জন্য নয়, আপনাদের জীবনমান সম্পর্কে জানার জন্য। কীভাবে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, তা নিয়ে আমরা কাজ করব আগামীতে।’
এদিকে দুপুরে প্রতিনিধিদলটি হেলিকপ্টারে ভাসনচরের উদ্দেশে চলে যায়। বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
৭ মিনিট আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১৭ মিনিট আগেভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া মুক্তিযোদ্ধার ভাস্কর্য দুটি ফিরিয়ে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। তাঁর অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন আজ রোববার সকালে ভাস্কর্য দুটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন।
১৮ মিনিট আগেরাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছেন তারা। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।
২১ মিনিট আগে