কুমিল্লা প্রতিনিধি
মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে এক বন্ধু অপর বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আজ বুধবার সকালে কুমিল্লা নগরীর টিক্কারচর কবরস্থান সংলগ্ন এলাকায় প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুল করিম হৃদয় (১৮)। তিনি সংরাইশ এলাকার গেদু পোদ্দার বাড়ির নুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সুজানগর পশ্চিম পাড়া এলাকার শাহাজাহান মিয়ার কলোনির ভাড়াটিয়া সিরাজ মিয়ার ছেলে রাজিব মিয়ার (১৮) সঙ্গে নিহত মো. আব্দুল করিম হৃদয়ের বন্ধুত্ব ছিল। সম্প্রতি মোবাইল নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে কয়েক দিন আগে হৃদয়ের কথা-কাটাকাটি হয়।
এর জের ধরে আজ সকালে হৃদয় কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে রাজিব তাঁর পিছু নেয়। পরে টিক্কারচর কবরস্থানের দিকে আসলে রাজিব তাঁর পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের মামা সোহেল মিয়া জানান, তাঁরা দুজনে বন্ধু ছিল। সম্প্রতি তাদের মধ্যে মোবাইল ও সিমকার্ড নিয়ে কিছুদিন আগে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রাজিব পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ভাগনেকে হত্যা করে।
নিহত হৃদয়ের মা নূর জাহান বেগম বলেন, আমার ছেলে কাঠের আসবাবপত্রের বার্নিশের কাজ করে। সকালে খাওয়া দাওয়া করে নগরীর ঝাউতলা এলাকায় কাজের জন্য বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়। পথে রাজিব তাঁকে হত্যা করে। আমরা এর বিচার চাই। নিহত হৃদয়ের স্ত্রী ও আড়াই বছরের একটি সন্তান রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রাজিব নামের ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে এক বন্ধু অপর বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আজ বুধবার সকালে কুমিল্লা নগরীর টিক্কারচর কবরস্থান সংলগ্ন এলাকায় প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুল করিম হৃদয় (১৮)। তিনি সংরাইশ এলাকার গেদু পোদ্দার বাড়ির নুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সুজানগর পশ্চিম পাড়া এলাকার শাহাজাহান মিয়ার কলোনির ভাড়াটিয়া সিরাজ মিয়ার ছেলে রাজিব মিয়ার (১৮) সঙ্গে নিহত মো. আব্দুল করিম হৃদয়ের বন্ধুত্ব ছিল। সম্প্রতি মোবাইল নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে কয়েক দিন আগে হৃদয়ের কথা-কাটাকাটি হয়।
এর জের ধরে আজ সকালে হৃদয় কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে রাজিব তাঁর পিছু নেয়। পরে টিক্কারচর কবরস্থানের দিকে আসলে রাজিব তাঁর পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের মামা সোহেল মিয়া জানান, তাঁরা দুজনে বন্ধু ছিল। সম্প্রতি তাদের মধ্যে মোবাইল ও সিমকার্ড নিয়ে কিছুদিন আগে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রাজিব পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ভাগনেকে হত্যা করে।
নিহত হৃদয়ের মা নূর জাহান বেগম বলেন, আমার ছেলে কাঠের আসবাবপত্রের বার্নিশের কাজ করে। সকালে খাওয়া দাওয়া করে নগরীর ঝাউতলা এলাকায় কাজের জন্য বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়। পথে রাজিব তাঁকে হত্যা করে। আমরা এর বিচার চাই। নিহত হৃদয়ের স্ত্রী ও আড়াই বছরের একটি সন্তান রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রাজিব নামের ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে...
১২ মিনিট আগেঢাকার তুলনামূলকভাবে নতুন পরিকল্পিত আবাসিক এলাকা আফতাবনগরে প্রতিনিয়ত চলছে নতুন ভবনের নির্মাণকাজ। অবকাঠামো নির্মাণ আবাসিক প্রকল্পের অনিবার্য অংশ হলেও সতর্কতার অভাবে বিষয়টি এলাকার বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৮ ঘণ্টা আগেবাবা কাঠমিস্ত্রি। এখন বার্ধক্যের কারণে নিয়মিত রোজগার করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে মা অন্যের বাড়িতে কাজ করেন। এমন পরিবারের সন্তান মাজেদুল ইসলাম মিজু এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া।
৮ ঘণ্টা আগেটগবগে যুবক রাকিব মহাজন। দালালদের খপ্পরে পড়ে ২০ বছর বয়সে বাড়ি থেকে বের হন ইউরোপের দেশ ইতালি যাবেন বলে। এ জন্য দালালকে দিতে হয়েছে ২৭ লাখ টাকা। কিন্তু তিন বছরেও পৌঁছাতে পারেননি ইতালি। লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয় তাঁকে।
৮ ঘণ্টা আগে