Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৬ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
আটক জেলেরা। ছবি: আজকের পত্রিকা
আটক জেলেরা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় ১৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম এস ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে তাঁদের কাছ থেকে ছয়টি বেহুন্দি জাল, ছয়টি ইঞ্জিনচালিত নৌকা, ৮ লাখ ১৫ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল ও ১৩০ কেজি জাটকা জব্দ করা হয়।

নৌ-পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর নৌ থানা এলাকায় পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চ এমভি জামাল-৮ থেকে ১২টি চায়না চাঁই জব্দ করা হয়।

এ ছাড়া ইলিশের অভয়াশ্রম অভিযানের অংশ হিসেবে চাঁদপুর মোহনা, লগিমারা-চর রাজরাজেশ্বর, আমিরাবাদ লাল বয়া ও বহরিয়া এলাকা থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৬ জনকে আটক করা হয়।

আটক ১৬ জেলের মধ্যে ১২ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে ছয়টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, জাটকা মাছ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী ও এতিমখানায় বিতরণ করা হয়।

ওসি কে এম এস ইকবাল বলেন, বিশেষ অভিযানের ফলে ইলিশ রক্ষা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা যায়। চাঁদপুর নৌ থানা জনগণের সহযোগিতায় মৎস্য সম্পদ সংরক্ষণে সব সময় কাজ অব্যাহত রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত