চট্টগ্রামে ওবায়দুল কাদেরের সম্বন্ধীকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৬: ৩৮
ফাইল ছবি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই (সম্বন্ধী) নুরুল হুদা বাবুকে (৭০) আটক করেছে পুলিশ। তবে আজ রোববার সকালে তাকে থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নুরুল হুদা বাবুর নোয়াখালীতে ব্যাপক প্রভাব ছিল। ওবায়দুল কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। তাকে আটকের পর ছেড়ে দেওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ওসি ফজলুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত জিজ্ঞাসাবাদের জন্যই ওবায়দুল কাদেরের সম্বন্ধীকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। তার নামে চট্টগ্রামসহ সারা দেশে হত্যাসহ নানা অপরাধের ঘটনায় প্রায় দুই শতাধিক মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত