Ajker Patrika

চট্টগ্রামে ওবায়দুল কাদেরের সম্বন্ধীকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফাইল ছবি
ফাইল ছবি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই (সম্বন্ধী) নুরুল হুদা বাবুকে (৭০) আটক করেছে পুলিশ। তবে আজ রোববার সকালে তাকে থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নুরুল হুদা বাবুর নোয়াখালীতে ব্যাপক প্রভাব ছিল। ওবায়দুল কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। তাকে আটকের পর ছেড়ে দেওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ওসি ফজলুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত জিজ্ঞাসাবাদের জন্যই ওবায়দুল কাদেরের সম্বন্ধীকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। তার নামে চট্টগ্রামসহ সারা দেশে হত্যাসহ নানা অপরাধের ঘটনায় প্রায় দুই শতাধিক মামলা দায়ের হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত