চট্টগ্রামে ওবায়দুল কাদেরের সম্বন্ধীকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image
ফাইল ছবি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই (সম্বন্ধী) নুরুল হুদা বাবুকে (৭০) আটক করেছে পুলিশ। তবে আজ রোববার সকালে তাকে থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নুরুল হুদা বাবুর নোয়াখালীতে ব্যাপক প্রভাব ছিল। ওবায়দুল কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। তাকে আটকের পর ছেড়ে দেওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ওসি ফজলুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত জিজ্ঞাসাবাদের জন্যই ওবায়দুল কাদেরের সম্বন্ধীকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। তার নামে চট্টগ্রামসহ সারা দেশে হত্যাসহ নানা অপরাধের ঘটনায় প্রায় দুই শতাধিক মামলা দায়ের হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত