Ajker Patrika

চট্টগ্রামে এনপিএবিসির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এনপিএবিসির কমিটি গঠন

বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের সংবাদ পাঠকদের সংগঠন ‘নিউজ প্রেজেন্টারস অ্যাসোসিয়েশন অব বিটিভি চট্টগ্রাম’ (এনপিএবিসি) এর কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সীমা নাসরিন।

গত শুক্রবার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় (লা মেনসা) সংগঠনের সাধারণ সভায় ২০২৩-২৫ মেয়াদের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সহসভাপতি হয়েছেন–নাসরিন ইসলাম ও রেখা নাজনীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জয়া শর্মা, অর্থ সম্পাদক কোহিনুর শাকি, সহ অর্থ সম্পাদক অংকন শ্রেষ্ঠা, দপ্তর সম্পাদক জুবাইদা গুলশান আরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বরূপ মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক সৃষ্টি বড়ুয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক প্রাপন্তী চক্রবর্তী। 

কার্যনির্বাহী সদস্য হয়েছেন–ডা. লিটন দাশ, সৈয়দ আরিফ মঈনুদ্দিন, লুবাবা ফেরদৌসী সায়কা, ইসমত আরা মিলি ও প্রত্যুষা বড়ুয়া। 

শেষে কমিটির সদস্যরা নিউজ প্রেজেন্টারদের পেশাগত দক্ষতা উন্নয়নে আগামীতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত