উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকন্যা ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় ক্যাম্পে দৈনন্দিন জীবনযাপন ও নানা বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন রাজকন্যা। পরে তিনি উখিয়ার স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান। সেখানে তিনি দোভাষীর মাধ্যমে রোহিঙ্গা শিশু-যুবকদের সঙ্গে কথা বলেন।
৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল বশর (৫০) নামে এক রোহিঙ্গা জানান, ডেনমার্কের রাজকন্যা তাঁদের সঙ্গে কথা বলেছেন, শিশুদের সঙ্গে আনন্দ করেছেন। উনি আসাতে খুশি তাঁরা।
দুপুরে ৬ ও ৮ নম্বর ক্যাম্পে ডেনমার্কের সংস্থা ড্যানিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন তিনি। সেখানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নিজেও রোপণ করেন গাছের চারা।
পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন ম্যারি, যেখানে ক্যাম্পের চলমান মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় ম্যারি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ডেনমার্কের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা বাংলাদেশকে ও সহযোগিতা করব তাঁদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য।’
রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ড্যানিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে যান তিনি। সেখানে বাংলাদেশি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে তিন দিন রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বাংলাদেশে এসে বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি। আগামীকাল বুধবার সকালে হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকন্যা ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় ক্যাম্পে দৈনন্দিন জীবনযাপন ও নানা বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন রাজকন্যা। পরে তিনি উখিয়ার স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান। সেখানে তিনি দোভাষীর মাধ্যমে রোহিঙ্গা শিশু-যুবকদের সঙ্গে কথা বলেন।
৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল বশর (৫০) নামে এক রোহিঙ্গা জানান, ডেনমার্কের রাজকন্যা তাঁদের সঙ্গে কথা বলেছেন, শিশুদের সঙ্গে আনন্দ করেছেন। উনি আসাতে খুশি তাঁরা।
দুপুরে ৬ ও ৮ নম্বর ক্যাম্পে ডেনমার্কের সংস্থা ড্যানিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন তিনি। সেখানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নিজেও রোপণ করেন গাছের চারা।
পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন ম্যারি, যেখানে ক্যাম্পের চলমান মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় ম্যারি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ডেনমার্কের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা বাংলাদেশকে ও সহযোগিতা করব তাঁদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য।’
রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ড্যানিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে যান তিনি। সেখানে বাংলাদেশি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে তিন দিন রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বাংলাদেশে এসে বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি। আগামীকাল বুধবার সকালে হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে